বুক অব মরমন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Book of Mormon থেকে পুনর্নির্দেশিত)
বুক অব মরমন

বুক অব মরমন হচ্ছে বিখ্যাত লেটার ডে সেইন্ট মুভমেন্ট এর একটি পবিত্র গ্রন্থ। এই পবিত্র গ্রন্থটির নামকরণ করা হয়েছে একজন সুবিখ্যাত ঐতিহাসিক (মতান্তরে ধর্মপ্রচারক) মরমন এর নামানুসারে, যিনি এই গ্রন্থানুসারে এর সিংহভাগ রচনা করেছেন। এই পবিত্র গ্রন্থটি ১৮৩০ সালের মার্চ মাসে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন জোসেফ স্মিথ, জুনিয়র যিনি মরমন মুভমেন্টের প্রতিষ্ঠাতাও ছিলেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]