বহির্জাগতিক ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Alien language থেকে পুনর্নির্দেশিত)
ক্লিঙন বর্ণমালা, স্টার ট্রেক টিভি ধারাবাহিক থেকে।
স্টারগেট এসজি১ টিভি সিরিজের "গোয়া'উলড" বর্ণমালাগুলোর একটি।

বহির্জাগতিক ভাষা বলতে সেই সব কাল্পনিক ভাষাকে বোঝানো হয় যেগুলি কোনও বহির্জাগতিক জীব তার কথ্য ভাষা রূপে ব্যবহার করে থাকে। এই ধরনের কাল্পনিক ভাষার অধ্যয়নকে বহির্জাগতিক ভাষাবিজ্ঞান ( xenolinguistics বা exolinguistics) নামকরণ করেছেন এবং বিজ্ঞান কল্পকাহিনীর ব্যবহারের মধ্য দিয়ে এটি এর রাস্তা খুঁজে পেয়েছে।

১৯৮৬ সালে ইংরেজি জিনোলিংগোইস্টিকস নামটি প্রথম ব্যবহার করেছিলেন শিলা ফিঞ্চ তার একটি বিজ্ঞান কল্পকাহিনী ট্রায়াড উপন্যাসে।

প্রজন্মের বিজ্ঞান কল্পকাহিনীর লেখকরা বহির্জাগতিক ভাষা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কেউ কেউ তাঁদের কল্পকাহিনীর চরিত্রের জন্য কৃত্রিম ভাষা তৈরি করেছেন, আবার অন্যান্যারা এই সমস্যাটি সমাধান করেছেন এক ধরনের বিশেষ সার্বজনীন অনুবাদকের সাহায্যে অথবা অন্যান্য কল্পনাপ্রসূত প্রযুক্তি মাধ্যমে।

আরও দেখুন[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]