বিষয়বস্তুতে চলুন

প্রথমা প্রকাশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Moheen (আলোচনা | অবদান) কর্তৃক ২১:০৫, ৫ এপ্রিল ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার বিজয়ী যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

প্রথমা প্রকাশন
প্রথমা প্রকাশনের দোকান, চট্টগ্রাম
মালিক প্রতিষ্ঠানমিডিয়াস্টার লিমিটেড, প্রথম আলো
অবস্থাসক্রিয়
প্রতিষ্ঠাকাল২০০৯ (2009)
প্রতিষ্ঠাতাপ্রথম আলো
দেশবাংলাদেশ
সদরদপ্তরকারওয়ান বাজার, ঢাকা
পরিবেশনজাতীয়
প্রধান ব্যক্তিমতিউর রহমান[]
প্রকাশনাবই, সংবাদপত্র
ওয়েবসাইটwww.prothoma.net

প্রথমা প্রকাশন বাংলাদেশের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রথম আলো। প্রথমা প্রকাশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও স্বপক্ষের বিভিন্ন বিষয় এবং নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে প্রথমা প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহণ করে আসছে।

প্রকাশনটি এখন পর্যন্ত প্রায় ১০২ জন লেখকের ৩১৬ এর অধিক বই প্রকাশ করেছে।

ইতিহাস

প্রকাশিত উল্লেখযোগ্য বই

প্রকাশনীটির প্রথম প্রকাশিত বই একাত্তরের চিঠি। যেটি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গন থেকে লেখা চিঠি সমূহের সংকলন।

তথ্যসূত্র

  1. "Prothom Alo | Most popular bangla daily newspaper"। ২০১৮-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১২ 

বহিঃসংযোগ