দ্য হেল্প (চলচ্চিত্র)
দ্য হেল্প | |
---|---|
পরিচালক | টেট টেলর |
প্রযোজক | ক্রিস কলম্বাস মাইকেল বার্নাথন ব্রানসন গ্রিন |
চিত্রনাট্যকার | টেট টেলর |
উৎস | ক্যাথরিন স্টকেট কর্তৃক দ্য হেল্প |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | টমাস নিউম্যান |
চিত্রগ্রাহক | স্টিফেন গোল্ডব্ল্যাট |
সম্পাদক | হিউজেন উইনবোর্ন |
প্রযোজনা কোম্পানি | টাচস্টোন পিকচার্স ড্রিমওয়ার্কস পিকচার্স রিলায়েন্স এন্টারটেইনমেন্ট পার্টিসিপেন্ট মিডিয়া ইম্যাজিনেশন আবু ধাবি ফোর্টিন নাইন্টিটু পিকচার্স |
পরিবেশক | ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র ভারত |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৫ মিলিয়ন[১] |
আয় | $২১,১৬,০৮,১১২[২] |
দ্য হেল্প ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন নাট্য চলচ্চিত্র। টেট টেলর পরিচালিত এই চলচ্চিত্রটি প্রকৃতপক্ষে ক্যাথরিন স্টকেট রচিত বেস্টসেলার দ্য হেল্প-এর চলচ্চিত্রায়িত রূপ। ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে '৬০-এর দশকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের সময় ইউজিনিয়া স্কিটার ফিল্যান নামের একজন শ্বেতাঙ্গ তরুণীর সাথে দু'জন কৃষ্ণাঙ্গ গৃহপরিচারিকা অ্যাবিলিন ক্লার্ক আর মিনি জ্যাকসনের সম্পর্ককে ঘিরে। একজন সাংবাদিক হিসেবে স্কিটার সিদ্ধান্ত নেয়, মিসিসিপির জ্যাকসন শহরের শ্বেতাঙ্গ পরিবারগুলোতে গৃহপরিচারিকার কাজ করার সময় কৃঞ্চাঙ্গ মহিলারা যেসব বর্ণবাদের শিকার হয়, সে সব ঘটনা নিয়ে সে একটি বই লিখবে।
ছবিটিতে অভিনয় করেছেন জেসিকা চ্যাস্টেইন, ভায়োলা ডেভিস, ব্রাইস ডালাস হাওয়ার্ড, অ্যালিসন জ্যানি, অক্টাভিয়া স্পেন্সার, এমা স্টোন, সিসিলি টাইসন, ক্রিস লাওয়েল প্রমুখ। প্রজোজনা করেছে ড্রিমওয়ার্কস পিকচার্স ও পরিবেশন করেছে ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স। দ্য হেল্প সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং মাত্র ২৫ মিলিয়ন ডলারের এই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ২১১.৬ মিলিয়ন ডলার।[২] এছাড়া ২০১২ সালে একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারট পেয়েছে দ্য হেল্প।
কুশীলব
- ভায়োলা ডেভিস - আইবিলিন ক্লার্ক
- এমা স্টোন - ইউজেনিয়া "স্কিটার" ফেলান
- অক্টাভিয়া স্পেন্সার - মিনি জ্যাকসন
- জেসিকা চ্যাস্টেইন - সেলিয়া রাই ফুট
- ব্রাইস ডালাস হাওয়ার্ড - হিলি ওয়াল্টার্স হলব্রুক
- অ্যালিসন জ্যানি - শার্লট ফেলান
- আহনা ওরেইলি - এলিজাবেথ লিফল্ট
- ক্রিস লোওয়েল - স্টুয়ার্ট হুইটওয়ার্থ
- সিসি স্পাসেক - জনাব ওয়াল্টার্স
তথ্যসূত্র
- ↑ Kaufman, Amy (আগস্ট ১১, ২০১১)। "Movie Projector: 'Apes' Likely To Swing Higher than 'The Help'"। Company Town – The Business Behind the Show (blog of the Los Angeles Times)। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০১২।
- ↑ ক খ "The Help (2011) – Box Office Mojo"। Box Office Mojo।
বহিঃসংযোগ
- অলমুভিতে দ্য হেল্প (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য হেল্প (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে দ্য হেল্প (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দ্য হেল্প (ইংরেজি)
- civilrightstravel, The Help's filming locations and associated civil-rights history award
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১১-এর চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের পটভূমিতে চলচ্চিত্র
- ১৯৬৩-এর পটভূমিতে চলচ্চিত্র
- ড্রিমওয়ার্কস পিকচার্সের চলচ্চিত্র
- টাচস্টোন পিকচার্সের চলচ্চিত্র
- টেট টেলর পরিচালিত চলচ্চিত্র
- নারীবাদী চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস ভিত্তিক চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- মিসিসিপিতে চিত্রায়িত চলচ্চিত্র
- মিসিসিপির পটভূমিতে চলচ্চিত্র
- রিলায়্যান্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র
- লেখক সম্পর্কে চলচ্চিত্র
- জাতি ও জাতিসত্তা সম্পর্কিত চলচ্চিত্র
- বর্ণবাদ সম্পর্কে চলচ্চিত্র