ডার্বি
ডার্বি Derby | |
---|---|
ইউ.এ. ও শহর | |
নীতিবাক্য: Industria, Virtus, et Fortitudo | |
ইংল্যান্ডে ডার্বির অবস্থান | |
স্থানাঙ্ক: ৫২°৫৫.৩২′ উত্তর ১°২৮.৫৫′ পশ্চিম / ৫২.৯২২০০° উত্তর ১.৪৭৫৮৩° পশ্চিম | |
রাষ্ট্র | যুক্তরাজ্য |
সাংবিধানিক দেশ | ইংল্যান্ড |
অঞ্চল | পূর্ব মিডল্যান্ডস |
সিরিমোনিয়াল দেশ | ডার্বিশায়ার |
প্রশাসন সদরদপ্তর | ডার্বি |
প্রতিষ্ঠিত | ৬০০ খ্রিস্টাব্দ |
স্বীকৃতি | ১৯৭৭ |
সরকার | |
• ধরন | ইউনিটারি অথরিটি, শহর |
• সরকার | ডার্বি সিটি কাউন্সিল |
• নেতৃত্ব | লিডার ও ক্যাবিনেট |
• নির্বাহী | লিব ডেম |
• সংসদ সদস্য | মার্গারেট বেকেট (লেবার পার্টি) ক্রিস উইলিয়ামসন (লেবার পার্টি) |
আয়তন | |
• ইউ.এ. ও শহর | ৩০.১৩ বর্গমাইল (৭৮.০৩ বর্গকিমি) |
জনসংখ্যা (২০০৬-এর প্রাক্কলন) | |
• ইউ.এ. ও শহর | ২,৩৬,৩০০ |
• জনঘনত্ব | ৭,৮৪০/বর্গমাইল (৩,০২৮/বর্গকিমি) |
• পৌর এলাকা | ২,৩৬,৩০০ |
• জাতিগোষ্ঠী (২০০৫-এর প্রাক্কলন[১]) | ৮৫.৮% শেতাঙ্গ ৮.৯% S. এশীয় ২.২% কৃষ্ণাঙ্গ ব্রিটিশ ১.১% চীনা ও অন্যান্য ২.০% মিশ্র জাতিগোষ্ঠী |
সময় অঞ্চল | গ্রিনিচ মান সময় (ইউটিসি+০) |
পোস্ট কোড বিস্তৃতি | DE1, DE3, DE21-24, DE73 |
এলাকা কোড | ০১৩৩২ |
অধিবাসীদের নাম | ডার্বিয়ান |
ওয়েবসাইট | www.derby.gov.uk |
ডার্বি (ইংরেজি: Derby) ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ডসের একটি শহর ও ইউনিটারি অথরিটি। এটি ডার্বিশায়ারের দক্ষিণ ভাগে ডারওয়েন্ট নদীর তীরে অবস্থিত। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী ডার্বির মূল শহরের জনসংখ্যা ২,৩৩,৭০০ এবং শহরের পাশ্ববর্তী উপশহর এলাকার জনসংখ্যা হচ্ছে ২,২৯,৪০৭। পার্শ্ববর্তী উপশহরের জনসংখ্যার ভিত্তিতে ২০০১ সালে ডার্বি ছিলো ইংল্যান্ডের ১৬তম বৃহৎ জনবহুল শহর।[২]
শিক্ষা
যুক্তরাজ্যের সাধারণ শিক্ষা ব্যবস্থার মতো ডার্বিতেও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থা প্রচলিত, এবং কোনো মিডল স্কুলের প্রচলন নেই। মাধ্যমিক বিদ্যালয়ে পদাপর্ণের আগে সবাইকে জুনিয়র স্কুলের (যা প্রাইমারি স্কুলের সাথে একীকৃত) শিক্ষা সমাপ্ত করতে হয়। ১৬ বছর বয়সে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার পর অনেক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের এ লেভেল পড়ার সুযোগ দেয়। এছাড়াও বিদ্যালয়ের পড়াশোনায় যুক্ত না হয়েও যারা পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক, তাদের জন্য ডার্বি কলেজের বিভিন্ন রকমের কোর্স রয়েছে, যা ১৬ বছর পরবর্তী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
ইউনিভার্সিটি অফ ডার্বি ডার্বির মূল বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাস ডার্বির কেডলেসটন রোডে অবস্থিত। এছাড়ারও বিশ্ববিদ্যালয়ের ওপর একটি ক্যাম্পাস ডার্বিশায়ারের উত্তরে বাক্সটনে অবস্থিতি। ২০০৩ সালে ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম ডার্বিতে ডার্বি সিটি জেনারেল হাসপাতাল ভিত্তিক একটি স্নাতক পর্যায়ের মেডিক্যাল স্কুল চালু করে।
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "http://www.neighbourhood.statistics.gov.uk/"। ১৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১১।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "Business Link East Midlands"। ২০১১-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-২৯।