ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ড
অবয়ব
(2007 Virginia Tech massacre থেকে পুনর্নির্দেশিত)
ভার্জিনিয়া টেক হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম গণহত্যাকাণ্ড। ১৬ই এপ্রিল, ২০০৭ সালে ভার্জিনিয়া পলিটেকনিক ও স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসী ও দক্ষিণ কোরীয় নাগরিক চো সাং-হুই এদিন ক্যাম্পাসের পৃথক দুটি ভবনে ৩২ জনকে গুলি করে হত্যা করার পর নিজেও গুলিতে আত্মহত্যা করে।[১][২] চো ছিল বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bowman, Robert (মে ২১, ২০০৭)। "Panel receives details, roadblock"। Collegiate Times। সেপ্টেম্বর ২২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Potter, Ned; Schoetz, David (এপ্রিল ১৮, ২০০৭)। "Va. Tech Killer Ruled Mentally Ill by Court; Let Go After Hospital Visit"। ABC News। জুলাই ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১, ২০১৪।