সাউথওয়েস্ট এয়ারলাইনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাউথ ওয়েস্ট এয়ারলাইনস থেকে পুনর্নির্দেশিত)
সাউথওয়েস্ট এয়ারলাইনসের লোগো

সাউথওয়েস্ট এয়ারলাইনস কো (সাধারণত সাউথওয়েস্ট নামে পরিচিত) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এয়ারলাইন এবং বিশ্বের বৃহত্তম কম খরচের ক্যারিয়ার।[১] এটির সদর দফতর টেক্সাসের ডালাস অবস্থিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১২১টি গন্তব্যে এবং ১০টি অতিরিক্ত দেশে পরিষেবা প্রদান করে থাকে।[২] ২০১৮ সাল অনুযায়ী অন্য যেকোনো মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের তুলনায় সাউথওয়েস্ট সবচেয়ে বেশি অভ্যন্তরীণ যাত্রী বহন করেছে।[৩]

এয়ারলাইনটি ১৯৬৭ সালের ১৫ই মার্চ তারিখেহার্ব কেলেহার এবং রোলিন কিং দ্বারা এয়ার সাউথওয়েস্ট কোং হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৭১ সালে সম্পূর্ণরূপে টেক্সাস রাজ্যের মধ্যে একটি আন্তঃরাষ্ট্রীয় বিমান সংস্থা হিসেবে কাজ শুরু করা ফলে এটি বর্তমান নাম সাউথওয়েস্ট এয়ারলাইনস কোং গ্রহণ করেছে; উক্ত সময়ে এটি ডালাস, হিউস্টন এবং সান আন্তোনিওর মধ্যে প্রথম পরিষেবা প্রদান করেছিল। এটি ১৯৭৯ সালে আঞ্চলিক আন্তঃরাজ্য পরিষেবা শুরু করে, পরবর্তী দশকগুলিতে দেশব্যাপী বিস্তৃত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বর্তমানে ৪২টি রাজ্য এবং একাধিক সেন্ট্রাল আমেরিকান গন্তব্যে বিমানবন্দর পরিষেবা প্রদান করে।

সাউথওয়েস্টের ব্যবসায়িক মডেল অন্যান্য ইউএস এয়ারলাইন্স থেকে আলাদা কারণ এটি একটি রোলিং হাব এবং পয়েন্ট-টু-পয়েন্ট নেটওয়ার্ক ব্যবহার করে এবং বিনামূল্যে চেক করা লাগেজের অনুমতি দেয়। এটি তার বহরে একচেটিয়াভাবে বোয়িং ৭৩৭ জেট ব্যবহার করে।

এয়ারলাইনটির প্রায় ৬০,০০০ জন কর্মচারী রয়েছে এবং পিক ট্র্যাভেল সিজনে দিনে প্রায় ৪,০০০ জন কাজ করে।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How Southwest Pioneered The Low Cost Carrier Model"Simple Flying (ইংরেজি ভাষায়)। জুলাই ২৯, ২০১৯। 
  2. "Southwest Corporate Fact Sheet"Southwest Airlines Newsroom (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০২১ 
  3. "2018 Traffic Data for U.S Airlines and Foreign Airlines U.S. Flights"United States Department of Transportation BTS। মার্চ ২১, ২০১৯। অক্টোবর ১১, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০১৯ 
  4. "Corporate Fact Sheet"swamedia.com। Southwest Airlines Co.। অক্টোবর ২৪, ২০১৯। এপ্রিল ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৯ 
  5. "Southwest Reports Record Third Quarter Net Income And Earnings Per Share"Southwest Airlines Newsroom (ইংরেজি ভাষায়)। অক্টোবর ২৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৯