শব সাধনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সব সাধনা থেকে পুনর্নির্দেশিত)

সব সাধনা (মন্ত্রের ব্যবহার) হলো একটি আধ্যাত্মিক অনুশীলন পদ্ধতি। যেখানে তান্ত্রিক মৃতদেহের উপরে বসে মন্ত্রের অনুসরণ করে। সব সাধনা হলো ভামাচার উপাসনা অনুশীলনের অংশ, যা গোপন মন্ত্র দ্বারা অনুসরণ করা হয়।

সব সাধনা কে তন্ত্রের অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ গোপন নিয়ম হিসেবে গণ্য করা হয়।তান্ত্রিক গ্রন্থের পাশাপাশি মৌখিক গল্পগুলি উক্ত প্রক্রিয়ার অনন্য বিবরণ দেয় এবং এর গুরুত্বও বলে। উক্ত জ্ঞান অনুশীলনের উদ্দেশ্য হলো বস্তুগত উদ্দেশ্য এবং দেবতা ও মৃত ব্যক্তির আত্মার উপর নিয়ন্ত্রণ লাভ করা।অনুষ্ঠানের জন্য উপযুক্ত মৃতদেহ নির্বাচনের ক্ষেত্রেও আচার-অনুষ্ঠানে কঠোর নিয়ম-কানুন মেনে চলতে হবে।