শ্রীলঙ্কা সেনাবাহিনীর পদবিসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শ্রীলঙ্কা সেনাবাহিনীর পদবীসমূহ থেকে পুনর্নির্দেশিত)

শ্রীলঙ্কা সেনাবাহিনীর পদবির সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর পদবিগুলো মিলে যায় কারণ শ্রীলঙ্কা একসময় ব্রিটিশ শাসনাধীন ছিলো। ব্রিটিশ সেনাবাহিনীর মত সব পদবি ইংরেজি ভাষায় শ্রীলঙ্কা সেনাবাহিনীর সদস্যদের জন্যও চালু রাখা হয়েছে সেই ১৯৪৯ সালে থেকেই (স্বাধীন শ্রীলঙ্কা সেনাবাহিনী তৈরির পর থেকেই), শ্রীলঙ্কা সেনাবাহিনীর সর্বোচ্চ পদবি ফিল্ড মার্শাল যদিও শুধুমাত্র জেনারেল শরৎ ফনসেকাই এই পদ পেয়েছেন, এমনিতে শ্রীলঙ্কা সেনাবাহিনী প্রধানের পদ লেঃ জেনারেল থাকে।[১][২]

কর্মকর্তা[সম্পাদনা]

পদবিচিহ্নসমূহ
পদবিসমূহ সেকেন্ড লেফটেন্যান্ট
সর্ব কনিষ্ঠ সেনা অফিসার পদ।
লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল
ইংরেজি সংক্ষিপ্তরূপ 2/Lt Lt Capt Maj Lt Col Col Brig Maj Gen Lt Gen Gen

সৈনিক[সম্পাদনা]

এসএল আর্মি ওআর গ্রেড ওআর-১ এনসিও-১ এনসিও-২ এনসিও-৩ এনসিও-৪ এনসিও-৫ এনসিও-৬ এনসিও-৭
পদবিচিহ্নসমূহ কোনো চিহ্ন নেই
নাম প্রাইভেট
প্রাইভেট পদবিটি সেনাবাহিনীর সর্বনিম্ন পদবি, এটি কোনো এনসিও/জেসিও ক্যাটাগরিতে পড়েনা।
ল্যান্স কর্পোর‍্যাল কর্পোর‍্যাল সার্জেন্ট কম্পানি/ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
কম্পানি /ব্যাটারি সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ইংরেজি সংক্ষিপ্তরূপ Pvt L Cpl Cpl Sgt CQMS/BQMS CSM/BSM BQMS/RQMS BSM/RSM

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Three Service Commanders promoted"। The Government of Sri Lanka। ১৯ মে ২০০৯। ২৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৮ 
  2. "General Sarath Fonseka (1970–2009) promoted to the rank of Field Marshal"asiantribune.com। 20 March 205। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)