বিষয়বস্তুতে চলুন

রঞ্জনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লাল চন্দন থেকে পুনর্নির্দেশিত)

রঞ্জনা
অ্যাডেন্থেরা পভনিনা
লাল বীজের সাথে রঞ্জনা অ্যাডেন্থেরা পভনিনা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
বিভাগ: ম্যাগনলিওফাইটা
শ্রেণী: ম্যাগনলিওপসিডা
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
উপপরিবার: Mimosoideae
গণ: অ্যাডেন্থেরা
প্রজাতি: এ. পভনিনা
দ্বিপদী নাম
অ্যাডেন্থেরা পভনিনা
কার্ল লিনিয়াস

রঞ্জনা (বৈজ্ঞানিক নাম: Adenanthera pavonina) একটি ভেজষ উদ্ভিদ। এটি রক্তচন্দন বা লাল চন্দন নামেও পরিচিত। এ গাছের বহুমুখী উপকারিতা রয়েছে। এন্টিসেপ্টিক হিসাবে, বাতের ব্যথায় ও এন্টিইনফ্লামেশনে এর ব্যবহার পরিলক্ষিত হয়। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Red Sandalwood, Coral-wood, Peacock flower fence, Red beadtree উল্লেখযোগ্য। এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। এটা ব্রাজিল, বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের বিভিন্ন দেশে পাওয়া যায়।

চিত্রশালা

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]