রেজুখাল
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(সেপ্টেম্বর ২০১৯) |
রেজুখাল কক্সবাজার জেলার একটি নদী। এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন হয়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমানা ঘেঁষে রত্নাপালং ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।[১] এই খালটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সীমান্তের রেজু আমতলী কালা পাহাড় থেকে সৃষ্ট। খালটি উখিয়ার প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে উখিয়ার রেজুর মোহনায় মিলিত হয়েছে। এছাড়া সোনার পাড়ার ঘাটঘর নামক স্থান ও পেঁচার দ্বীপের নিকট এটি মেরিন ড্রাইভ সড়ক অতিক্রম করেছে।
[২] রেজুখালের আশেপাশের কিছু স্থান হল মরিচ্যাপালং, জালিয়াপালং, ধোয়াপালং, ধেচুয়াপালং, পাগলিপাড়া ও রেজুপাড়া। বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হওয়ায় রেজু খালে জোয়ার-ভাটা হয়। এই নদীর পানি দিয়ে হাজার একর জমি চাষাবাদ হয়। অবৈধ দখলের কারণে বর্তমানে রেজুখালের নাব্যতা দিন দিন কমে যাচ্ছে ও জোয়ার-ভাটা কমে যাচ্ছে।[৩][৪][৫]
দখল
[সম্পাদনা]দখল ও দূষণের কারণে এই খালটির নাব্যতা হারিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে খালটির অনেক অংশ সংকুচিত হয়ে পড়েছে।[৬] অবৈধ বালু উত্তোলন, অপরিকল্পিত মাটির বাঁধ দিয়ে চাষাবাদ, খাল দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কারণে এ খালটি ক্রমশ সংকুচিত হচ্ছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কক্সবাজার জেলার নদ-নদী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০২১ তারিখে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ http://bn.banglapedia.org/index.php?title=রেজু_খাল
- ↑ https://www.dailyjanakantha.com/details/article/110581/অবৈধ-দখলে-নাব্য-হারাচ্ছে-উখিয়ার-রেজু-খাল
- ↑ https://www.prothomalo.com/bangladesh/article/527227/মরে-যাচ্ছে-উখিয়ার-খাল-ছড়া
- ↑ https://suprobhat.com/উখিয়ার-রেজু-খাল-নাব্যতা-হ/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অবৈধ দখলে নাব্য হারাচ্ছে উখিয়ার রেজু খাল"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।