যমুনাপাড়ি ছাগল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রামছাগল থেকে পুনর্নির্দেশিত)
নেপালের যমুনাপাড়ি ছাগল

যমুনাপাড়ি ছাগল বা রামছাগল[পদটীকা ১] হল ছাগলের একটি প্রজাতি যার আবাসস্থল ভারতীয় উপমহাদেশ। ১৯৫৩ সালে এই জাতের ছাগল আমদানি করে ইন্দোনেশিয়া যা সেদেশে "এতাওয়া ছাগল" নামে পরিচিতি পায়। স্থানীয় ছাগলের সাথে যমুনাপাড়ি ছাগলের সংকরায়নের ফলে উদ্ভূতা ছাগল "পেরানাকান এতাওয়া" নামে পরিচিয়ি পায়। যমুনাপাড়ি ছাগল দুগ্ধ ও মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।[১] যমুনাপাড়ি ছাগল নামটি ভারতের উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর নাম থেকে।[২] ছাগলের এই জাতটি মার্কিন নুবীয় জাতের জ্ঞাতিগোষ্ঠী।[৩]

শারীরিক বৈশিষ্ট্য[সম্পাদনা]

এই জাতীয় ছাগলের মাথা বড় হয়ে এর নাককে উত্তলাকৃতি প্রদান করে। সাধারণত এই ছাগল হয় লালচে রঙের। তবে এরা অন্য রঙেরও হতে পারে। এর কানের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটারের কাছাকাছি। পুরুষ স্ত্রী — দু ধরনের ছাগলের শিং বিদ্যমান। এই জাতের ছাগলের পা লম্বা।[৪] পুরুষ ছাগলের ওজন ১২০ কিলোগ্রাম ও স্ত্রী জাতের ছাগলের ওজন ৯০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে।[১]

ছাগলটি প্রতিদিন দুগ্ধ প্রদানের পরিমাণ দুই লিটারের কাছাকাছি।[১] এই জাতীয় ছাগলের মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম।[৫] এদের হৃৎস্পন্দনের গড় মান প্রতি মিনিটে ১২৭±৩.৪৬।[৬]

প্রজনন[সম্পাদনা]

এই জাতের ছাগলের প্রজনন হার উচ্চ। ৯০% ক্ষেত্রে ছাগলটি একসাথে তিনটি বা চারটি বাচ্চা দিয়ে থাকে। এই জাতের ছাগল দেড় বছর বয়সেই গর্ভধারণ করে থাকে।[৩]

পদটীকা[সম্পাদনা]

  1. রামছাগল নামে ডাকার কারণ হল এটি স্থানীয় জাতীয় ছাগল থেকে বড়। বাংলা ব্যাকরণ অনুযায়ী "রাম" উপসর্গটি শব্দের উপরে ব্যবহৃত হয় বড় বা উৎকৃষ্ট বোঝাতে। – মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী (আগস্ট ২০১৮)। বাংলা ভাষার ব্যাকরণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পৃষ্ঠা ৭৩। 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Jamnapari". ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে Accessed August 12, 2008.
  2. "2.3 Goat Breeds".
  3. P. K. Rout, A. Mandal, M. K. Singh, R. Roy, N. Sharma and G.F.W. Haenlein. "Jamunapari - A Dairy Goat Breed in India". Dairy Goat Journal. Accessed August 14, 2008.
  4. Shelton, Maurice (1978). "Reproduction and Breeding of Goats".
  5. Wariman, Noor H. "Jihad Ternak Planning To Export Jamnapari Goats". ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে Accessed August 13, 2008.
  6. N. H. Mohan1, D. Niyogi2, H. N. Singh3. "Analysis of normal electrocardiograms of Jamunapari goats". ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০১১ তারিখে Journal of Veterinary Science.