তড়িৎযন্ত্র প্রকৌশল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মেকাট্রনিক্স থেকে পুনর্নির্দেশিত)
যে সব ক্ষেত্রের সমন্বয়ে তড়িৎযন্ত্র প্রকৌশল গড়ে উঠেছে তার একটি অয়লার রেখাচিত্ররেন্সেলিয়ার পলিটেকনিক ইন্সটিটিউটের ওয়েবসাইট হতে সংগৃহীত।

মেকাট্রনিক্স (ইংরেজি: mechatronics) বা তড়িৎযন্ত্র প্রকৌশল হল প্রকৌশলের একটি শাখা, যেখানে যন্ত্র প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, নিয়ন্ত্রণ প্রকৌশল, সিস্টেম প্রকৌশল রোবটিক্স প্রকৌশল এর সমন্বয় ঘটানো হয়, যা বিভিন্ন প্রয়োজনীয় তড়িৎযন্ত্রের নকশা তথা তড়িৎযন্ত্র তৈরী করতে ব্যাপক ভূমিকা পালন করে। [১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mechanical and Mechatronics Engineering Department। "What is Mechatronics Engineering?"Prospective Student Information। University of Waterloo। ৬ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১১ 
  2. Faculty of Mechatronics, Informatics and Interdisciplinary Studies TUL। "Mechatronics (Bc., Ing., PhD.)"। ১৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১