মোহাম্মদ মিনহাজ উদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মিনহাজ উদ্দিন আহমেদ থেকে পুনর্নির্দেশিত)
মোহাম্মদ মিনহাজ উদ্দিন
দেশ বাংলাদেশ
জন্ম১৯৮৯
খেতাবআন্তর্জাতিক মাস্টার (২০১২)
সর্বোচ্চ রেটিং২৪৩৯ (জুন ২০১৫)
র‌্যাঙ্কিং১৪২৫ বিশ্ব (সক্রিয় খেলোয়াড়)

মোহাম্মদ মিনহাজ উদ্দিন (জন্ম: ১৯৮৯) একজন বাংলাদেশী দাবাড়ু। তিনি একজন আন্তর্জাতিক মাস্টার এবং বাংলাদেশ জাতীয় দাবা দলের প্রতিনিধি।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

মিনহাজ উদ্দিন ২০০৭ সালে 'ফিদে' খেতাব লাভ করেন এবং ২০১২ সালে আন্তর্জাতিক মাস্টার খেতাব লাভ করেন।[১]

মিনহাজ উদ্দিন ২০১০ সালে বাংলাদেশের জাতীয় দাবা প্রতিযোগীতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন এবং ২০০৮ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় বাংলাদেশ দাবা দলের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে তিনি চারটি দাবা অলিম্পিয়াডে (২০০৮, ২০১০, ২০১৪ ও ২০১৬) অংশগ্রহণ করেন; ২০১০ সালে তিনি ১ম বোর্ডে খেলেন। ২০১২ সালে তিনি ওয়ার্ল্ড সিটিস কাপে অংশগ্রহণ করেন (টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়)। ২০১৫ সালে তিনি কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে দশম স্থান লাভ করেন।[২] ২০১৩ সালে তিনি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হন।[৩]

প্রতিযোগিতায় ফলাফল[সম্পাদনা]

বছর শহর প্রতিযোগিতা + - = ফলাফল স্থান
২০০৭ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ৫
ঢাকা আন্তর্জাতিক টুর্নামেন্ট ১০-এর মধ্যে ৪
২০০৮ ড্রেসডেন ৩৮তম অলিম্পিয়াড (বাংলাদেশ দল, রিজার্ভ) ৮-এর মধ্যে ৫
২০১০ ঢাকা আন্তর্জাতিক টুর্নামেন্ট ৯-এর মধ্যে ৩ ৮-৯
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ
খান্তি-মানসিস্ক ৩৯তম অলিম্পিয়াড (বাংলাদেশের দল, ১ম বোর্ড) ১০-এর মধ্যে ৪
২০১২ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ৯ ৪-৫
২০১৩ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ১০
২০১৪ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ৮ ৫-৬
ত্রোমুসো ৪৩তম অলিম্পিয়াড (বাংলাদেশের দল, ৪র্থ বোর্ড) ৭-এর মধ্যে ৫
২০১৫ চট্টগ্রাম আন্তর্জাতিক টুর্নামেন্ট ৯-এর মধ্যে ৫ ৩-৪
ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ১০
২০১৬ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ৭ ৫-৭
বাকু ৪২তম অলিম্পিয়াড (বাংলাদেশের দল, ৪র্থ বোর্ড) ৭-এর মধ্যে ৫
২০১৭ ঢাকা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ১৩-এর মধ্যে ৬ ৮-১০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খেলোয়াড়ী পরিসংখ্যান: মোহাম্মদ মিনহাজ উদ্দিন"ফিদে তথ্যপঞ্জী 
  2. "কমনওয়েলথ দাবায় দশম মিনহাজ"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "অপরাজিত চ্যাম্পিয়ন নৌবাহিনীর মিনহাজ"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]