মিজানুর রহমান চৌধুরী (নীলফামারীর রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুক্তিযোদ্ধা
মিজানুর রহমান চৌধুরী
এমপি
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০৬
উত্তরসূরীকাজী ফারুক কাদের
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু৬ এপ্রিল ২০১৩

মিজানুর রহমান চৌধুরী (জন্ম: - মৃত্যু: ৬ এপ্রিল ২০১৩) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে নীলফামারী-৩ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চৌধুরী মুক্তিযুদ্ধে জলঢাকা থানা মুজিব বাহিনীর প্রধান ছিলেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

চৌধুরী ১৯৯৬ সাধারণ নির্বাচনে নীলফামারী-৩ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০১ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন।[২] তার নির্বাচনী এলাকা জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত।

বিতর্ক[সম্পাদনা]

২০০৮ সালে চৌধুরী জামায়াত থেকে বহিঃস্কৃত হয়েছিলেন। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারে কারণ তার বিরুদ্ধে সরকারি অনুদানের টিন চুরির অভিযোগ ছিল। 

মৃত্যু[সম্পাদনা]

মিজানুর রহমান চৌধুরী ৬ এপ্রিল ২০১৩ সালে কিডনী জনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী আর নেই"। উত্তর বাংলা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  2. "২০০১ সালে জামায়াত মনোনীত নির্বাচিত এমপি ছিলেন যারা"jamaat-e-islami.org। বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ২০০১। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮