ময়মনসিংহ প্রিমিয়ার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ময়মনসিংহ প্রিমিয়ার লীগ থেকে পুনর্নির্দেশিত)
ময়মনসিংহ প্রিমিয়ার লীগ
দেশবাংলাদেশ
ব্যবস্থাপকইমেগো স্পোর্টস
খেলার ধরন১০০ বল
দলের সংখ্যা৬ টি দল
বর্তমান চ্যাম্পিয়নময়মনসিংহ রাইডার্স
সর্বাধিক সফলশুভাগত হোম
সর্বাধিক উইকেট১২ টি

ময়মনসিংহ প্রিমিয়ার লীগ বা এমপিএল বা ওয়ালটন এমপিএল ছিলো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি দলে দুইজন করে জাতীয় দলের খেলোয়াড় ছিল। টুর্নামেন্টটি ২১ থেকে ২৫ ডিসেম্বর ২০২০ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। টি স্পোর্টস সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি সম্প্রচার করে। সবগুলো ম্যাচই হয় সার্কিট হাউস মাঠে। টুর্নামেন্টটি ওয়ালটন গ্রুপ দ্বারা স্পনসর করা হয়। ময়মনসিংহ থান্ডারসকে আট উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে ময়মনসিংহ রাইডার্স।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শুরু হচ্ছে ১০০ বলের ময়মনসিংহ প্রিমিয়ার লিগ"jagonews24। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১