ব্যবহারকারী:Rupak Ghosh
— উইকিপিডিয়ান — | ||||||||||||||||||||||||
নাম | রূপক ঘোষ | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
দেশ | ![]() | |||||||||||||||||||||||
বর্তমান অবস্থান | বারাসাত পশ্চিমবঙ্গ | |||||||||||||||||||||||
ভাষা | বাংলা | |||||||||||||||||||||||
সময় অঞ্চল | +৫.৩০ | |||||||||||||||||||||||
জাতিতত্ত্ব | বাঙালি | |||||||||||||||||||||||
শিক্ষা এবং কর্মসংস্থান | ||||||||||||||||||||||||
শিক্ষা | গোবরডাঙ্গা খাঁটুরা হাই স্কুল বনমালীপুর প্রিয়নাথ ইন্সটিটিউশন বারাসাত মহত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল মহত্মা গান্ধী ইউনিভার্সিটি থেকে এনিমেশান ও ভিএফেক্সে স্নাতক | |||||||||||||||||||||||
শখ, পছন্দ এবং বিশ্বাস | ||||||||||||||||||||||||
ধর্ম | হিন্দু | |||||||||||||||||||||||
চলচ্চিত্র | অটোগ্রাফ, বাঘা বাইন গুপী গাইন, মনপুরা, চাঁদের পাহাড় , প্রাক্তন | |||||||||||||||||||||||
ব্যবহারকারী বাক্স | ||||||||||||||||||||||||
|
আজ শনিবার, জানুয়ারি ২৩, ২০২১;
পরিচয়[সম্পাদনা]
নমস্কার! আমি, রূপক ঘোষ, একজন ভারতীয় বাঙালি এবং English ও বাংলা উইকিপিডিয়ার একজন অবদানকারী। ২০১২ তে আমি উইকিপিডিয়ান হিসেবে যোগদান করি, প্রথমে বেশ কিছু ইংরেজি ও পরে বাংলা নিবন্ধ পাতায় সংশোধন করি। মাঝে বছর তিনেক নিস্ক্রিয় থাকলেও ২০১৮ থেকে আবার উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করছি।
বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা বাংলা আমার মুখের ভাষা হওয়ায় আমি সত্যিই গর্বিত! কিন্তু হাজার বছরের পথ চলার পর বিশ্বায়নের প্রভাবে আজ বাংলার সেই অতীতের উজ্জ্বল গৌরব যেন কিছুটা ম্লান। তাই উইকিপিডিয়া, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলা নিজের স্থান করে নিলেও তার পথ চলা অনেক বাকি। তাই আমি বাঙালি হয়ে সেই হৃতগৌরব পুনরুদ্ধার করার এক ক্ষুদ্র প্রয়াস করছি বাংলা উইকিপিডিয়ায় অবদানের মাধ্যমে।
পেশা ও নেশা[সম্পাদনা]
আমি পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্স আর্টিস্ট হিসেবে কাজ করেছি বেশ কিছু হিন্দী ও বাংলা চলচ্চিত্রে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো Baahubali 2: The Conclusion,Aisa Yeh Jahaan,Mahayoddha Rama,Rajkahini,Badsahi Angti।
অবসরে আমি ছবি আঁকতে পছন্দ করি। একজন অলংকরণ শিল্পী হিসেবে কাজ শুরু করেছি কলকাতার বেশ কিছু প্রকাশকের সাথে, এছাড়াও বিভিন্ন বিষয়ক বইপড়ার বিশেষ করে কমিক্স ও বিশ্ব সিনেমা নিয়ে চর্চা করে থাকি। কমিক্স অনুবাদ নিয়ে আমার একটি ব্লগ আছে, সেখানে নানান দেশি ও বিদেশি কমিক্স অবাণিজ্যিকভাবে বাংলায় অনুবাদ করে বর্তমান প্রজন্মের কাছে বিশ্বের বিখ্যাত নানান কমিক্স তুলে ধরার প্রচেষ্টা করি।
উইকিপিডিয়ায় অবদান[সম্পাদনা]
একজন উইকিপিডিয়ান হিসেবে, আমি উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ যেমন তৈরি করেছি, তেমনি যে সব নিবন্ধ অসম্পূর্ণ ছিল (মূলত বাংলায়), সেগুলোকে সম্পূর্ণ এবং রঙিন করে তুলতে সহায়তা করছি। ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে, অনুবাদকে যতটা সম্ভব যথাযথ আর অর্থপূর্ণ রাখার চেষ্টা করে চলছি।
আমার অবদান দেখতে এখানে যান: আমার অবদান]।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম উইকিপিডিয়ায় সম্পূর্ণ অবদান করি। বর্তমানে সক্রিয়ভাবে উইকিপিডিয়ায় যোগদান করার চেষ্টা করছি। উইকিপিডিয়ায় আমার অনুবাদ করা প্রথম নিবন্ধ ছিল: Feluda_in_film নিবন্ধ লিখবার সময় যথাসম্ভব সতর্কভাবে লিখেছি। বহুল প্রচলিত ব্যাকরণগত ভুলকে সাধ্যমতো উপেক্ষা করেছি। জটিল বিষয়ের ক্ষেত্রে নিবন্ধটি আগে বুঝে নিয়ে তারপর অনুবাদ করেছি।
সর্বোপরি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে বাঙালি তথা বিশ্ববাসীর লাভ হলে খুশি হব। ধন্যবাদ!