বেসামরিক-সামরিক সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেসামরিক—সামরিক সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)
বেসামরিক-সামরিক সম্পর্ক

বেসামরিক-সামরিক সম্পর্ক বলতে বেসামরিক সমাজ (আর তার বেসামরিক কর্তৃপক্ষ) ও একে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত সামরিক সংগঠন বা সংগঠনসমূহের মধ্যে সম্পর্ককে বোঝায়। বেসামরিক-সামরিক সম্পর্ক হল একটি বৈচিত্র্যময় ও আদর্শগত ক্ষেত্র, যা ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান ও নীতি-নির্ধারণী প্রক্রিয়াকে কেন্দ্র করে বিচরণ করে।[১] আরও স্পষ্টভাবে বললে, এটি একটি সমাজের বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে তার সামরিক কর্তৃপক্ষের সম্পর্ককে বর্ণনা করে। "কোন রাষ্ট্রের লক্ষ্য হল পেশাগত সামরিক শক্তিকে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার স্বার্থে সেবা প্রদানের উদ্দেশ্যে সশস্ত্রভাবে প্রস্তুত করা, একইসাথে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যা ঐ দেশের জনগণের কল্যাণকে বাধাগ্রস্ত করতে পারে।"[২] সামরিক—বেসামরিক সম্পর্ক নিয়ে অধ্যয়নে প্রায়শই এই স্বতঃসিদ্ধ আদর্শিক ধারণা গ্রহণ করা হয় যে, কোন দেশের কৌশলগত সিদ্ধান্ত-গ্রহণ-সংক্রান্ত চূড়ান্ত দায়িত্ব কোন সামরিক বাহিনীর (সামরিক স্বৈরশাসনের) তুলনায় বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের (সেনাবাহিনীর বেসামরিক নিয়ন্ত্রকের) হাতে থাকা অধিক উত্তম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shields, Patricia, (2015) "Civil Military Relations" in Encyclopedia of Public Administration and Public Policy, Third edition Taylor and Francis DOI: 10.1081/E-EPAP3-120052814
  2. Pion-Berlin D., Dudley D. (2020) Civil-Military Relations: What Is the State of the Field. In: Sookermany A. (eds) Handbook of Military Sciences. p. 1. Springer, Cham ডিওআই:10.1007/978-3-030-02866-4_37-1

বহিঃসংযোগ[সম্পাদনা]