চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা DelwarHossain (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (আদালত নতুন পাতা তৈরি)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মুখ্য মহানগর হাকিম আদালত হল এক ধরনের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে পাওয়া যায়। বাংলাদেশের এই ফৌজদারি কার্যবিধির পরিপ্রেক্ষিতে প্রধান আদালত মহানগর হাকিমের এই আদালতের সভাপতিত্ব করেন। এই আদালত মহানগর দায়রা জজ আদালতের নিয়ন্ত্রণে রয়েছে। [১] ফৌজদারি কার্যবিধির সংশোধিত রূপ সরকারকে মহানগর এলাকায় একটি প্রধান মহানগর হাকিম ও অন্যান্য ম্যাজিস্ট্রেট নিয়োগের ক্ষমতা দেয়। [২] এক বা একাধিক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধানও নির্দেশ করা হয়েছে।

  1. "Subordination of Executive,Judicial and Metropolitan Magistrates- bdlaws.minlaw.gov.bd"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৪ 
  2. "Classes of Session Court"bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০৪