থ্রম্বোএঞ্জিয়াইটিস অবলিটের‍্যান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বার্জারস ডিজিজ থেকে পুনর্নির্দেশিত)
থ্রম্বোএঞ্জিয়াইটিস অবলিটের‍্যান্স
বিশেষত্বহৃদবিজ্ঞান, বাতবিদ্যা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বার্জারস ডিজিস বা 'থ্রোম্বোএঞ্জাইটিস অবলিটারেন্স' এক ধরনের রোগ (Thromboangiitis obliterans, Buerger's disease)। এতে ধীরে ধীরে হাত ও পায়ের ধমনী ও শিরায় প্রদাহ হয় এবং রক্ত চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তামাক সেবনের সাথে এই রোগের জোরালো সম্পর্ক আছে, অর্থাৎ তামাকসেবীরা এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। [১] তামাকের ধূমপান বা তামাক পাতা সরাসরি 'সাদাপাতা' বা 'দোক্তা' হিসেবে খেলেও এটি হয়। (Berger's disease নামে IgA nephropathy জাতীয় অন্য একটি রোগ আছে; এই রোগটি তা থেকে ভিন্ন)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Joyce JW (১৯৯০)। "Buerger's disease (thromboangiitis obliterans)"। Rheum Dis Clin North Am16 (2): 463–70। পিএমআইডি 2189162 

বহিঃসংযোগ[সম্পাদনা]