ফরাসি চুম্বন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফ্রেঞ্চ কিস থেকে পুনর্নির্দেশিত)
ফরাসি চুম্বনরত জুটি

ফরাসি চুম্বন হলো সজোরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কামনাসিক্ত এরূপ চুম্বনে এক জনের জিহবা দাঁতের ফাঁক দিয়ে অপরের মুখগহ্বরে প্রবেশ করে এবং জিহবাকে আশ্লেষে স্পর্শ করে। বিশ্বের বিভিন্ন অংশে উন্মুক্তস্থানে এ ধরনের চুম্বনকে অনাচার ও অগ্রহণযোগ্য বিবেচনা করা হয়।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

ফরাসি চুম্বন কথাটি যে ফ্রান্স থেকেই এসেছে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। ফ্রান্সে এ ধরনের চুম্বনকে baiser amoureux (ভালোবাসার চুম্বন) বা baiser avec la langue (জিহবাচুম্বন), এমন কি অতীতে, baiser florentin বা ফ্লোরেন্সিয়ান চুম্বন বলা হতো। উল্লেখ্য ফ্রান্সের উত্তরাঞ্চলের কিছু জায়গায় একে baiser anglais বা ইংলিশ চুম্বন বলা হয়।

স্বাস্থ্যঝুকি[সম্পাদনা]

ফরাসি চুম্বন সম্পূর্ণ নিরাপদ নয়। এতে একজনের মুখনিঃসৃত লালা অন্যজনের মুখে প্রবেশ করে। লালায় কোন রোগজীবাণু থাকলে তা জীবাণুবাহীর শরীর থেকে অন্যজনের শরীরে সংবাহিত হয় ও রোগের জন্ম দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]