প্রদর্শনকারী যন্ত্র
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
প্রদর্শনকারী যন্ত্র বা ডিসপ্লে যন্ত্র (ইংরেজি: Display device) হচ্ছে যেখানে কোন কিছু দেখানো হয় বা প্রসর্শন করা হয়। টিভি, ক্যামেরা, ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি, মনিটর, টেলিফোন, সিনেমার পর্দা ও একধরনের ডিসপ্লে, নিয়ন সাইনবোর্ড, এল ই ডি ডিসপ্লে। বিভিন্ন ডিসপ্লে বিভিন্ন মাধ্যমে কাজ করে। তবে সব গুলোই মোটামুটি বিদ্যুৎ দ্বারা চলে। এর ভিতরে কতকগুলি কাচ ও সামান্য লিকুইড থাকে যা দেখার কাজ করতে সহায়তা করে।