বিষয়বস্তুতে চলুন

প্রথম রাজেন্দ্র চোলের দক্ষিণ-পূর্ব এশিয়া অভিযান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চোল সাম্রাজ্যের মানচিত্র

শিলালিপি এবং ঐতিহাসিক সূত্রগুলি জাহির করে যে মধ্যযুগীয় চোল সম্রাট রাজেন্দ্র চোল ১০২৫ খ্রীষ্টাব্দে শ্রীবিজয়কে বশ করার জন্য ইন্দোচীন, ইন্দোনেশিয়া এবং মালয় উপদ্বীপে একটি নৌ-অভিযান পাঠান।[] তিরুবলঙ্গদু পট্টিকা, লেইডেন অনুদান, এবং রাজেন্দ্র চোল ১ম-এর তামিল শীলাফলক হল এই অভিযানটির সম্বন্ধে তথ্যের প্রধান উৎস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kulke, p 212