পিঁড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পিড়ি থেকে পুনর্নির্দেশিত)
কাঠের পিঁড়ি

পিঁড়ি হল সাধারণত বসবার জন্য কাঠের তৈরি একপ্রকার ক্ষুদ্র ও নিচু আসন বা পাটা।[১][২][৩][৪] অঞ্চলভেদে এটি পিঁড়ে বা পিড়ি নামেও পরিচিত।[৪][৫][৬]

ব্যুৎপত্তি[সম্পাদনা]

পিঁড়ি শব্দটি সংস্কৃত শব্দ ‘পিণ্ডি’ থেকে 'পিংড়ি', তারপর 'পিঁড়ি' রূপে বাংলায় এসেছে।[২][৫] গ্রামাঞ্চলে এখনও পিঁড়ির ব্যবহার চালু আছে।

ব্যবহার[সম্পাদনা]

পিঁড়ি আকারগতভাবে ছোটো ও নীচু কাঠের আসন হওয়ায় এতে বসে প্রাচীন কালে বাঙালি নারীরা কুটনা কুটা এবং রান্না করার কাজে ব্যবহার করত। সাধারণত বসার কাজে পিঁড়ি ব্যবহার করা হলেও এর পাশাপাশি রুটি বেলার জন্য কিংবা তদ্রূপ অন্যান্য কাজেও বিভিন্ন আকারের পিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আসবাবপত্র - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  2. "বাঙালির-বাসনকোশন"draminbd.com/। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পিঁড়ি - শব্দের বাংলা অর্থ at english-bangla.com"www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  4. "Meaning of (কথ্য) পিঁড়ে - Bangla 2 Bangla / English Dictionary"www.ovidhan.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  5. "Bengali to Bengali | Alphabet প | Page 43"accessibledictionary.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  6. "পিঁড়ে"Aparajeyo Dictionary Web (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-১০। ২০২১-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  7. "গ্রামবাংলার অপরূপ কারুপণ্য"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]