বিষয়বস্তুতে চলুন

নক্সালবাড়ী রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নক্সালবাড়ি রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থাননাক্সালবাড়ি, দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
উচ্চতা১৫৬ মিটার (৫১২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনকাটিহার-শিলিগুড়ি রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থাডিজেল চালিত একক রেলপথ
স্টেশন কোডNAK
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ কাটিহার
বৈদ্যুতীকরণনা
অবস্থান
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন
নাক্সালবাড়ি রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র

নক্সালবাড়ি রেলওয়ে স্টেশন হল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি রেলওয়ে স্টেশন যা কাটিহার-শিলিগুড়ি লাইনে অবস্থিত। এর কোড হল NAK । এটি নকশালবাড়ি শহরে পরিষেবা প্রদান করে যা পানিটাঙ্কি থেকে মাত্র ৫.৭ কিমি দূরে, যা ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত। স্টেশনটি একটি একক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত।প্ল্যাটফর্মটি ভালভাবে আশ্রিত নয়। এখানে পানি ও স্যানিটেশনসহ অনেক সুবিধার অভাব রয়েছে। [১][২][৩][৪]

ট্রেন

[সম্পাদনা]

নিম্নলিখিত ট্রেনগুলি এই স্টেশনের মাধ্যমে পরিচালিত হয়-

  • শিলিগুড়ি-কাটিহার প্যাসেঞ্জার (অসংরক্ষিত)
  • কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • রাধিকাপুর-শিলিগুড়ি ডেমু
  • শিলিগুড়ি জং.-মালদা কোর্ট ডেমু
  • এনপিজে-শিলিগুড়ি-আলুবাড়ি রোড-এনপিজে-শিলিগুড়ি জং রিং ডেমু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "NAK/Naksalbari"India Rail Info 
  2. Jumbo mowed down in Naxalbari
  3. Contraband entering India via relief routes: GRP
  4. Elephant killed by speeding train