প্রতিমন্ত্রী
অবয়ব
(তথ্য প্রতিমন্ত্রী থেকে পুনর্নির্দেশিত)
প্রতিমন্ত্রী হলো নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন। একজন প্রতিমন্ত্রী, পূর্ণ মন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যবর্তী পদমর্যাদার মন্ত্রী।[১] প্রতিমন্ত্রীকে সাধারণত একজন পূর্ণ মন্ত্রীর কাজের চাপ ও দায়িত্ব কমানোর লক্ষ্যে নিযুক্ত করা হয়। প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রীর অধীনে থেকে কোন বিভাগের অংশবিশেষের দায়িত্ব পালন করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ministers of State Act 1952"। Federal Register of Legislation।
- ↑ প্রতিমন্ত্রী, পার্থক্য (১৪ জানুয়ারি ২০২৪)। "প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যে পার্থক্য"। www.parthokko.com.bd। ১৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।