ডের প্রলেটারিয়র (১৯১৯)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডের প্রলেটারিয়র ১৯১৯ সালের জুলাই থেকে ১৯৪০ সালের মধ্যে লুক্সেমবার্গে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র। [১][২] এটি লাক্সেমবার্গের ট্রেড ইউনিয়ন কমিশনের কেন্দ্রীয় অঙ্গ। [২][৩] এটি পূর্বের সংবাদপত্রগুলি ডাই ভোকসটিম্মে এবং ডের গেয়ের্কচ্যাপ্টলারকে প্রতিস্থাপন করেছে। [২]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ডের প্রলেটারিয়রকে আরবেচের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Labour Year Book। Co-operative Printing Society Limited। ১৯৩১। পৃষ্ঠা 565। 
  2. Archivalische Forschungen Zur Geschichte Der Deutschen Arbeiterbewegung, Vol. 6, Eds. 4। Akademie-Verlag। ১৯৬৯। পৃষ্ঠা 2022, 2025। 
  3. International Federation of Trade Unions (১৯২৭)। Year Book। পৃষ্ঠা 74।