গ্রেট প্লেইনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গ্রেট প্লেইন্‌স থেকে পুনর্নির্দেশিত)
গ্রেট প্লেইন্‌স মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঞ্চল, এবং কানাডা ও মেক্সিকোর অংশবিশেষ জুড়ে বিস্তৃত। লাল রেখাটি ১০০ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমা নির্দেশ করছে

গ্রেট প্লেইন্‌স (ইংরেজি: Great Plains) বলতে মিসিসিপি নদীর পশ্চিম ও রকি পর্বতমালার পূর্ব দিকের অঞ্চলে বিদ্যমান বিশাল বৃক্ষহীন তৃণভূমি ও বৃক্ষহীন ঘাসে আবৃত সমভূমিকে বোঝায়। এ সমভূমিটি যুক্তরাষ্ট্রের কলোরাডো, ক্যানসাস্ন, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, ওকলাহোমা, টেক্সাস এবং ওয়াইওমিং অঙ্গরাজ্য এবং কানাডার আলবার্টা, ম্যানিটোবা ও সাসকাচেওয়ান প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে। কানাডাতে এগুলি প্রেইরি নামেই বেশি পরিচিত।

প্রাণী[সম্পাদনা]

আমেরিকান বাইসন গ্রেট প্লেইন্‌স এলাকার সবচেয়ে বিখ্যাত প্রাণী। এখানকার সাধারণ স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আছে কাঠবিড়ালী, প্রেইরি কুকুর এবং খরগোশ। সুইফট শেয়াল একসময় অনেক ছিল, বর্তমানে বিলুপ্তির পথে।

আরও দেখুন[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]