কৃষ্ণ পর্বত (সৌদি আরব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাওর পর্বত
নামকরণ
স্থানীয় নামالجبل الأسود {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
ভূগোল
অবস্থানসৌদি আরব

কৃষ্ণ পর্বত হচ্ছে সৌদি আরবের জাজন প্রদেশের জাজনে অবস্থিত একটি পর্বত। এটি সৌদি আরবের পশ্চিমে ও জাজন প্রদেশের পূর্বে অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

ঘন গাছপালার আবরণের কারণে পাহাড়টিকে দূর থেকে কালো রঙের দেখায়, এটি থেকেই পাহাড়টির নাম এসেছে বলে ধারণা করা হয়।

অধিবাসী[সম্পাদনা]

পাহাড়ের দৈর্ঘ্য প্রায় ১৮০০ মিটার। দুই হাজারেরও বেশি লোকের বসবাস এ পাহাড়ের পাদদেশে। যাদের বেশিরভাগ কৃষি কাজ করে এবং গবাদি পশু চরায়। এদের পোশাকে রয়েছে প্রকৃতির ছোঁয়া।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]