কুংফু পান্ডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কুং ফু পান্ডা থেকে পুনর্নির্দেশিত)
কুংফু পান্ডা
পরিচালকমার্ক অসবোর্ন
জন স্টিভেনসন
প্রযোজকমেলিসা কব
রচয়িতাজোনাথন এইবেল
গ্লেন বার্গার
শ্রেষ্ঠাংশেজ্যাক ব্ল্যাক
ডাস্টিন হফম্যান
অ্যাঞ্জেলিনা জোলি
ইয়ান ম্যাকশেন
জ্যাকি চ্যান
সেথ রজেন
লুসি লিউ
র‍্যান্ডাল ডাক কিম
ডেভিড ক্রস
জেমস্ হং
সুরকারহ্যান্স জিমার
জন পাওয়েল
চিত্রগ্রাহকইয়ং ডাক ঝুন
সম্পাদকক্লেয়ার ডি শেনু
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি৬ জুন ২০০৮
স্থিতিকাল৯২ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৯১০ কোটি টাকা[১]
আয়$৬৩,৫২,৬০,৬৮৬[১]

কুংফু পান্ডা (ইংরেজি: Kung Fu Panda) হচ্ছে ২০০৮ সালে নির্মিত একটি মার্কিন কমেডি চলচ্চিত্র। জন স্টিভেনসন ও মার্ক অসবোর্ন এটির পরিচালক। ছবিটির নির্বাহী প্রযোজক ছিলেন মেলিসা কব ও জ্যাক ব্ল্যাক। এছাড়া এটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিলো ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। ছবিটির কাজ হয় ড্রিমওয়ার্কসের স্টুডিও ক্যালিফোর্নিয়ার গ্লেন্ডালে, এবং বিপণনে ছিলো প্যারামাউন্ট পিকচার্স। ছবিটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জ্যাক ব্ল্যাক (পান্ডা বা পো), ডাস্টিন হফম্যান, অ্যাঞ্জেলিনা জোলি, ইয়ান ম্যাকশেন, লুসি লিউ, সেথ রজেন, ডেভিড ক্রস, র‌্যান্ডাল ডাক কিম, জেমস হং, এবং জ্যাকি চ্যান। ছবিটির চিত্রপট ছিলো প্রাচীণ চীনে, এবং কাহিনীটি হচ্ছে একটি পান্ডার যে কি না কুংফু ওস্তাদ হতে ইচ্ছুক।

যদিও কুংফু পান্ডা চলচ্চিত্রটি ধারণা তৈরি হয় ১৯৯৩ সালে, কিন্তু ২০০৪-এর আগে কাজ শুরু হয় নি।[২] এই চলচ্চিত্রটির আইডিয়া আসে মাইকেল লরেন্সের কাছ থেকে,[৩] এবং তিনি ছিলেন ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের একজন নির্বাহী কর্মকর্তা।

ধারাবাহিক পর্ব[সম্পাদনা]

কুংফু পান্ডা-এর ধারাবাহিক কুংফু পান্ডা: দ্য ক্যাবুম অফ ডুম (Kung Fu Panda: The Kaboom of Doom)-এর চলচ্চিত্র ধারণের বর্তমানে চলছে, এবং ৩ জুন, ২০১১-এ এটির মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে।[৪] এটি ত্রিমাত্রিক ডাইমেনশন বা থ্রি-ডি-এ চিত্রায়ণ করা হচ্ছে এবং এটির পরিচালনায় আছে জেনিফার উহ নেলসেন। চলচ্চিত্রে আগের শিল্পীরাই কাজ করছেন। অতিরিক্ত হিসেবে নতুন একজন খলনায়কের উপস্থিতি সম্পর্কে জানা গেছে, যে কি না একটি বিচিত্র অস্ত্রের অধিকারী, এবং শুধুমাত্র কুংফু দিয়ে তাকে মোকাবেলা করা কষ্টকর।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kung fu Panda বক্স অফিস মোজো। নিশ্চিতকরণ: ১১ জুন, ২০০৮।
  2. Brown, Geoff (অক্টোবর ১৯, ১৯৯৩)। "Who framed the animator's artistry?"। The Times 
  3. "Imagi Announces Strategic Alliance for Gatchaman and Astro Boy Toy Development"IT News। আগস্ট ৭, ২০০৭। ৯ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১, ২০০৮ 
  4. "Kung Fu Panda 2 Officially Headed to Theaters in 2011"FirstShowing.net। অক্টোবর ১, ২০০৮। সংগ্রহের তারিখ জুন ১২, ২০০৯ 
  5. "DreamWorks Animation's Slate Through 2012! "Comingsoon.net। মে ২৮, ২০০৯। মে ৩১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]