বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:BRFA থেকে পুনর্নির্দেশিত)
বাংলা উইকিপিডিয়ায় বট দ্বারা সম্পাদনা পরিচালনার জন্য অবশ্যই এই পাতায় আবেদন সাপেক্ষে বট ফ্ল্যাগ সেট করে নিতে হবে। বাংলা উইকিপিডিয়া গ্লোবাল বট উইকির তালিকাভুক্ত নয়, তাই গ্লোবাল বটের ক্ষেত্রেও সম্প্রদায়ের অনুমোদন প্রয়োজন। বটের জন্য একটি নির্দিষ্ট ও পৃথক অ্যাকাউন্ট ও ব্যবহারকারী পাতা থাকা আবশ্যক। ফ্ল্যাগ ব্যতীত সম্পাদনাকার্য পরিচালনাকারী বট-কে যে-কোনো মুহুর্তে বাধাদান করা হতে পারে। বট সংক্রান্ত আপনার যে-কোনো জিজ্ঞাসা আপনি ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় রাখতে পারেন।

বট অ্যাকাউন্ট ব্যবস্থাপনার জন্য আপনার বট ব্যবহারকারী পাতায় {{বট}} টেমপ্লেটটি যুক্ত করার অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে টেমপ্লেটটি যে কাঠামো অনুসারে ব্যবহার করবেন, তা হলো:

{{বট|আপনার ব্যবহারকারী নাম|site=আপনার উইকি কোড}}

আপনি বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী হলে উইকি কোড দেওয়ার প্রয়োজন হবে না। এই টেমপ্লেটটির আরও প্যারামিটার রয়েছে, যার বিবরণ পাওয়া যাবে এই পাতায়

বট ফ্ল্যাগের জন্য নিচের কাঠামো ব্যবহার করে আবেদন করুন। "BotName" লেখাটির স্থলে আপনার বট অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম লিখুন, এবং "নতুন অনুরোধ তৈরি করুন" বোতামে ক্লিক করুন। পরবর্তী ধাপে পাওয়া ফর্মটি নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে পূরণ ও সংরক্ষণ করুন। অতঃপর এই লিংকে ক্লিক করে আপনার অনুরোধ পাতার লিংক এই পাতায় যোগ করুন।


নতুন অনুরোধ

[সম্পাদনা]

বর্তমানে কোনো আবেদন নেই