ইহুদি নারীদের সহযোগিতামূলক আন্তর্জাতিক তহবিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইহুদি মহিলা সংযুক্ত আন্তর্জাতিক তহবিল একটি অলাভজনক সংস্থা যা ইসরাইলী ইহুদী নারীর মানবিক অধিকার এবং নর-নারীর মাঝে লিঙ্গ সমতার প্রচার করে। এর সদস্য সংগঠনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইহুদী নারী সংগঠনসমূহ।

সংগঠন তৈরীর কারণ[সম্পাদনা]

ইহুদি মহিলা সংযুক্ত আন্তর্জাতিক তহবিল গঠন করার পিছনে রয়েছে ইসরাইলে নারী ও শিশুদের প্রতি অবহেলা। তার মধ্যে-(১) ৪ বছরের এক ইয়াহুদী মেয়ে শিশুকে অর্থোডক্স পুরুষদের দ্বারা গায়ে থুথু মারা; (২) এক অনুষ্ঠানে ইয়াহুদী নারী গান গাইলে তাদের দিকে ইসরাইলী সৈন্যের থুথু মারা; (৩) এক ইয়াহুদী নারীকে বাসের পিছনে বসতে বাধ্য করা; (৪) জেরুজালেমের আশেপাশের বিলবোর্ডের বিজ্ঞাপনে মহিলাদের মুখ ঝাপসা করা; (৫) মহিলাদের উন্নয়ন বিষয়ক একটি জাতীয় সম্মেলনে মহিলা বিশেষজ্ঞ এবং বক্তাদের নিষিদ্ধ করা ইত্যাদি কারণে এ সংগঠন তৈরী করা হয়েছিল।[১]

নারীবাদী অংশীদারিত্ব[সম্পাদনা]

ইহুদি মহিলা সংযুক্ত আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে অনগ্রসর ইসরাইলী ইহুদী নারীদের উন্নয়নের সামনে নিয়ে আসা হয়। “নারীবাদী অংশীদারিত্ব" শিরোনামে অভূতপূর্ব কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও এ সংস্থা "সামাজিক উপলব্ধি ও জননীতিতে কার্যকর পরিবর্তন আনে। সমতা প্রচার করে, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান কমায়। পেশাগত ক্ষেত্রে-ইসরায়েলকে লিঙ্গ সমতাপূর্ণ সমাজে পরিণত করে। পরিবর্তনকে প্রভাবিত করে এমন সংগঠনের মধ্যে রয়েছে অ্যাডভা সেন্টার, উইমেনস স্পিরিট, ইটাচ-মাকি: সোশ্যাল জাস্টিসের জন্য মহিলা আইনজীবী, মাহুত সেন্টার, দ্য ইসরায়েল উইমেনস নেটওয়ার্ক (আইডব্লিউএন), ইকনোমিক এমপাওয়ারমেন্ট ফর উইমেন (ইইডব্লিউ), এবং ইসরাইলী মহিলাদের জন্য অচোটি (সিস্টার) সেন্টার।[২][৩]

সদস্য সংগঠনসমূহ[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রের চৌদ্দটি সদস্য সংগঠন এবং ইসরাইলের তিনটি সদস্য সংগঠনের মধ্যে রয়েছে :[৩]

বোস্টন ইহুদি সম্প্রদায় মহিলা তহবিল

যিহূদার ইসরাইল লায়নস

ব্রাউয়ার্ড কাউন্টির ইহুদি মহিলা ফাউন্ডেশন

গ্রেটার পিটসবার্গের ইহুদি মহিলা ফাউন্ডেশন

মেট্রোপলিটন শিকাগোর ইহুদি মহিলা ফাউন্ডেশন

মেট্রোপলিটন ডেট্রয়েটের ইহুদি মহিলা ফাউন্ডেশন

নিউইয়র্কের ইহুদি মহিলা ফাউন্ডেশন

সাউথ পাম বিচ কাউন্টির ইহুদি মহিলা ফাউন্ডেশন

গ্রেটার পাম বিচের ইহুদি মহিলা ফাউন্ডেশন

ইসরাইল গ্রান্টিং প্রোগ্রাম এর ন্যাশনাল কাউন্সিল অফ ইহুদি মহিলা

দ্য দাফনা ফান্ড

দ্য হাদাসাহ ফাউন্ডেশন

ইউজেএ- ফেডারেশন/ওয়েস্টচেস্টার মহিলা ভেঞ্চার ফান্ডের নেটিভোট ও নেশামোট ফান্ড

বৃহত্তর ওয়াশিংটনের টিক্কুন ওলাম মহিলা ফাউন্ডেশন

উইমেন অব ভিশন - দ্য ইহুদি মহিলা ফাউন্ডেশন অফ গ্রেটার ফিলাডেলফিয়া

বৃহত্তর মিয়ামি ইহুদি ফেডারেশনের মহিলা আমুতোট ইনিটিয়াটিভ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Interview with Interesting Jews: Jewish Women's Collaborative International Fund"Kveller (ইংরেজি ভাষায়)। ২০১২-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৭ 
  2. Current Grants. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০৫-০৮ তারিখে Jewish Women's Collaborative International Fund. Retrieved May 7, 2014.
  3. US–Israel Jewish Women's Foundations Partner to Promote Gender Equality. ejewishphilanthropy Retrieved May 7, 2014.