আব্দুর রেজ্জাক মোল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আব্দুর রাজ্জাক মোল্লা থেকে পুনর্নির্দেশিত)

আব্দুর রাজ্জাক মোল্লা বামফ্রন্ট শাসনে, পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। তিনি প্রথম সারির একজন বামপন্থী নেতা হিসাবে গণ্য হন।[১] ১৯৭৭ থেকে ২০১১ সাল অবধি একটানা ক্যানিং পূর্ব আসন থেকে নির্বাচিত আব্দুর রাজ্জাক মোল্লা, ২০১১ সালের নির্বাচনেও বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটলেও তিনি তার আসন ধরে রাখেন।[২]

পরিবার[সম্পাদনা]

তার পিতার নাম করিম বুক্স মোল্লা যিনি শিক্ষা জীবন থেকেই বামপ্ন্থী আন্ন্দোলনের সাথে যূক্ত ছিলেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://gulfnews.com/news/world/india/sacking-molla-was-inevitable-cpm-1.1296843
  2. "Canning Purba"Assembly Elections May 2011 Results। Election Commission of India। ২০১১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৩ 
  3. http://myneta.info/wb2006/candidate.php?candidate_id=573