আপ (চলচ্চিত্র)
আপ | |
---|---|
পোস্টার | |
পরিচালক | পিট ডক্টার |
প্রযোজক | জোনাস রিভেরা |
চিত্রনাট্যকার | বব পিটারসন পিট ডক্টার |
কাহিনীকার | পিট ডক্টার বব পিটারসন টমাস ম্যাককার্থি |
শ্রেষ্ঠাংশে | এডওয়ার্ড এস্নার ক্রিস্টোফার প্লামার জর্ডান নাগাই বব পিটারসন |
সুরকার | মাইকেল গিয়াচ্চিনো |
চিত্রগ্রাহক | প্যাট্রিক লিন জ্যাঁ-ক্লঁদি কালাশে |
সম্পাদক | কেভিন নলটিং |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১৭৫ মিলিয়ন ডলার |
আয় | ৭৩১,৩৪২,৭৪৪ ডলার[১] |
আপ (ইংরেজি: "UP") পিট ডক্টার পরিচালিত ও পিক্সার অ্যানিমেশন স্টুডিও প্রযোজিত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিডি অ্যানিমেটেড কমেডি ও রোমাঞ্চ চলচ্চিত্র। ছবিটি এক বৃদ্ধ কার্ল ফ্রেডরিকসন (কণ্ঠঃ এডওয়ার্ড এস্নার) এবং আটকে পড়া এক কিশোর স্কাউট রাসেলকে (কণ্ঠঃ জর্ডান নাগাই) ঘিরে। ৭৮ বছর বয়সী কার্ল হাজার হাজার বেলুন দিয়ে তার বাসাকে উড়িয়ে দেন এবং দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার ভালবাসার স্ত্রীর প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য। এই ছবির সহকারী-পরিচালক ছিলেন বব পিটারসন এবং সুরকার ছিলেন মাইকেল গেসিনো।
ডক্টার এই বিষয়ে কাজ শুরু করেন ২০০৪ সালে, যেখানে তিনি কল্পনা করেন এমন একজন মানুষের কথা যে তার ক্লান্তিকর জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য পালানোর চেষ্টা করছে এবং রোমাঞ্চের অপেক্ষা করছে। তিনি এবং পিক্সারের এগারোজন অন্যান্য চিত্রকার ভেনেজুয়েলায় তিন দিন যাপন করে বিভিন্ন অনুসন্ধান চালান। পরে চরিত্রগুলো কার্টুন আঁকা হয়। ভাসমান বাড়িটি ১০,০০০ থেকে ২০,০০০ বেলুন দ্বারা সংযুক্ত ছিল। আপ পিক্সারের প্রথম ছবি যা ডিজনি ডিজিটাল থ্রি-ডি দ্বারা প্রস্তুত করা।[২]
আপ ২০০৯-এর ২৯ই মে মুক্তি পায় এবং সে বছরই অনুষ্ঠিত ২০০৯কান চলচ্চিত্র উৎসব-এ অংশ নেয় যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথম অ্যানিমেশন এবং থ্রি-ডি চলচ্চিত্র ।[৩] এই ছবিটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাড়া পায় এবং আয় করে ৭৩১ মিলিয়ন ডলার। আপ অস্কারের জন্য মনোনীত হয় এবং সেই সঙ্গে সেরা চলচ্চিত্রর জন্যও মনোনীত হয়।[৪]। যা অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে পিক্সারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিউটি এ্যান্ড বিস্টের পর প্রথম।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Up (2009)"। Box Office Mojo। Amazon.com। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১২।
- ↑ Wloszczyna, Susan (মে ২১, ২০০৯)। "Pixar moves on 'Up' with its 10th movie"। USA Today। Gannett। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১৩।
- ↑ "Disney/Pixar's Up to Open Cannes"। ComingSoon.net। মার্চ ১৯, ২০০৯। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১৩।
- ↑ Hazlett, Courtney (ফেব্রুয়ারি ২, ২০১০)। "Things looking 'Up' for best picture race"। MSNBC। সেপ্টেম্বর ১৫, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- পিক্সার ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আপ
(ইংরেজি)
- টিসিএম চলচিত্র ডেটাবেসে Up
- অলমুভিতে Up (ইংরেজি)
- Up - বিগ কার্টুন ডেটাবেজ
- রটেন টম্যাটোসে Up (ইংরেজি)
- মেটাক্রিটিকে Up (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে Up (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ত্রিমাত্রিক চলচ্চিত্র
- ২০০০-এর দশকের অ্যাডভেঞ্চার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের কমেডি-নাট্য চলচ্চিত্র
- ২০০০-এর দশকের মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- ২০০৯-এর চলচ্চিত্র
- অ্যাডভেঞ্চার কমেডি চলচ্চিত্র
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার অ্যানি পুরস্কার বিজয়ী
- এভিয়েশন চলচ্চিত্র
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ মূল সঙ্গীত স্কোর অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী
- বাচ্চাদের কল্পকাহিনী চলচ্চিত্র
- পাখি সম্পর্কে চলচ্চিত্র
- কুকুর সম্পর্কে চলচ্চিত্র
- কম্পিউটার তৈরি চিত্রাবলী ব্যবহারিত চলচ্চিত্র
- পিট ডকটর পরিচালিত চলচ্চিত্র
- নরত্বারোপমূলক চরিত্র সমন্বিত চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র সেট
- ভেনেজুয়েলাতে চলচ্চিত্র সেট
- পিক্সার অ্যানিমেটেড চলচ্চিত্র
- জনপ্রিয় সংস্কৃতিতে স্কাউটিং
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম গোল্ডেন গ্লোব বিজয়ী
- অ্যানিমেটেড ফ্যান্টাসি চলচ্চিত্র
- অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার চলচ্চিত্র
- অ্যানিমেটেড নাট্য চলচ্চিত্র
- ২০০৯-এর অ্যানিমেটেড চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার বাফটা বিজয়ী
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্স এসোসিয়েশন পুরস্কার বিজয়ী
- মাইকেল গিয়াচ্চিনোর চলচ্চিত্র স্কোর
- ওয়াল্ট ডিজনি পিকচার্স চলচ্চিত্র
- ইংরেজি ভাষার অ্যানিমেশন চলচ্চিত্র
- মার্কিন অ্যানিমেটেড চলচ্চিত্র
- মার্কিন ত্রিমাত্রিক চলচ্চিত্র