আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
মালিক প্রতিষ্ঠান | এবিপি গ্রুপ |
---|---|
অবস্থা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ৬ জুলাই ১৯৫৭ |
প্রতিষ্ঠাতা | অশোক কুমার সরকার |
দেশ | ভারত |
সদরদপ্তর | ৪৫ বেনিয়াটোলা লেন কলকাতা ৭০০০০৯ ভারত |
পরিবেশন | ২৫০০+ |
প্রধান ব্যক্তি | সুবীরকুমার মিত্র |
প্রকার | সাহিত্য, গবেষণা |
ওয়েবসাইট | www |
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ভারতের অগ্রণী গ্রন্থ প্রকাশনা সংস্থা।[১] প্রতিষ্ঠানটি ১৯৫৭ সালের ৬ জুলাই এবিপি গ্রুপের[২] কর্ণধার অশোক কুমার সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[৩][৪][৫][৬] প্রতিষ্ঠানটি প্রধানত বাংলা ভাষায় সাহিত্য ও গবেষণাধর্মী বই প্রকাশ করে থাকে। এটি বিভিন্ন লেখকের রচনাবলি প্রকাশ করেছে, যার মধ্যে সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকাশনা কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি ভারতের বিভিন্ন অঞ্চলে ও আন্তর্জাতিক বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে বই বিতরণ করে। এর বিপণন নেটওয়ার্কে ২৫০০টির বেশি বিক্রয় ও বিতরণ কেন্দ্র রয়েছে।
সুবীরকুমার মিত্র প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে যুক্ত রয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি ই-বুক ও অনলাইন বিপণন কার্যক্রম শুরু করেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ANANDA PUBLISHERS PVT LTD"। zaubacorp.com। zaubacorp। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Penguin Random House to buy out Ananda Publisher's stake in Indian arm"। thehindubusinessline.com। ১৮ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "HISTORY & STATUS"। abp.in। এবিপি। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড"। anandapub.com। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৪।
- ↑ https://indianexpress.com/article/express-sunday-eye/yo-ho-ho-and-a-bottle-bangla-5546016/
- ↑ https://www.vccircle.com/penguin-random-house-india-buys-publisher-of-hindi-books/