অরুণ ভাদুড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অরুণ ভাদুড়ি থেকে পুনর্নির্দেশিত)
বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপক
অরুণ ভাদুড়ি
জন্ম৭ অক্টোবর ১৯৪৩
ভগবানগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
মৃত্যু১৭ ডিসেম্বর ২০১৮
কলকাতা
ধরনবাংলা ক্লাসিকাল গান
পেশানেপথ্য় গায়ক,
সঙ্গীত পরিচালক

অরুণ ভাদুড়ি, ভারতীয় হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়ক, সুরকার ও গীতিকার। [১]

জন্ম[সম্পাদনা]

১৯৪৩ সালের ৭ অক্টোবর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় জন্মগ্রহণ করেন।

সংগীত শিক্ষা[সম্পাদনা]

এ টি কানন - এর ছাত্র আবু দাউদের কাছে বহরমপুরে শিল্পীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। পরে তালিম নেন উস্তাদ শাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে। পরবর্তীকালে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির রামপুর ঘরানার শিল্পী ইশতিয়াক হুসেন খাঁ - এর কাছে তালিম নেন। শিষ্যত্ব গ্রহণ করেছিলেন গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ - এরও। তিনি অসংখ্য রাগাশ্রয়ী বাংলা গান রেকর্ড করেছেন। করেছেন ভজন এবং রাগসঙ্গীতের অ্যালবামও। [২]

তাঁর প্রথম জীবনে সঙ্গীতের সাথী ছিলেন তবলা বাদক নিত্য গোপাল সাহা, সঙ্গীত শিল্পী অমলেন্দু লাহিড়ী, তবলা বাদক রামপ্রসাদ মৈত্র।

শিক্ষকতা[সম্পাদনা]

তিনি আই.টি.সি পরিচালিত সঙ্গীত রিসার্চ একাডেমির শিক্ষক ছিলেন। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। [৩]

দেহাবসান[সম্পাদনা]

২০১৮ সালের ১৭ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে সকাল ৬টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। [৪][৫] নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরেই নার্সিংহোমে ভর্তি ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Banerjee, Meena (২০১৯-০১-২৫)। "Pandit Arun Bhaduri: A true devotee"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪ 
  2. "Arun Bhaduri"। ১৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  3. "শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির জীবনাবসান"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪ 
  4. Ghoshal, Sanjay (২০১৮-১২-১৭)। "প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ অরুণ ভাদুড়ি, সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি"https://bengali.oneindia.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  5. সংবাদদাতা, নিজস্ব। "চলে গেলেন অরুণ ভাদুড়ি"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪