নয়াদিল্লি বিশ্ব বইমেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নতুন দিল্লি বিশ্ব বইমেলা থেকে পুনর্নির্দেশিত)
নয়াদিল্লি বিশ্ব বইমেলা
অবস্থাসক্রিয়
ঘটনাস্থলপ্রগতি ময়দান
অবস্থান (সমূহ)নয়াদিল্লি
দেশভারত
প্রবর্তিত১৯৭২
আয়োজনেNational Book Trust, India (NBT, India)
ওয়েবসাইট
newdelhiworldbookfair.gov.in

নয়াদিল্লি বিশ্ব বইমেলা নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত পুরাতন একটি বইমেলা। এই বইমেলার পর কলকাতা বইমেলা ভারতের দ্বিতীয় পুরাতন বইমেলা৷ [১] ১৯৭২ সালে প্রথম বইমেলাটির আয়োজন করা হয়৷ মার্চের ১৮ তারিখ থেকে এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত বইমেলাটি আয়োজিত হয়। ৬৭৯০ বর্গ মিটার এলাকা জুড়ে ২০০ জন অংশগ্রহণকারী এই বইমেলার অংশ নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History – International Kolkata Book Fair"kolkatabookfair.net। ২০২০-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২১