বিষয়বস্তুতে চলুন

ফ্রীল্যান্সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sobjantarchala (আলোচনা | অবদান)
(কোনও পার্থক্য নেই)

০১:২৯, ৭ মে ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

ফ্রীল্যান্সিং কি ?

শুরুতেই জেনে নেওয়া যাক ফ্রীল্যান্সিং কি ? সোজা বাংলায় যদি বলি তাহলে , দেশি , বিদেশি ক্লাইন্টের বিভিন্ন ধরনের কাজ অনলাইনের মাধ্যমে করে আয় করার নামই ফ্রীল্যান্সিং ।।

ধরুন আপনি এম এস ওয়ার্ড এর কাজ জানেন , এখন আমেরিকার একজন লোকের ইমেজ উপর লেখা এম এস ওয়ার্ড এ লিখে নেয়া দরকার ।। আপনাকে সে ইমেজ গুলো পাঠিয়ে দিলো ।। আপনি সেই ইমেজের উপর লেখা গুলো দেখে এস এস ওয়ার্ডে টাইপ করে দিলেন ।। অথবা আপনাকে কোন অডিও ফাইল পাঠিয়ে দিলো আপনি সেই অডিও শুনে শুনে এম এস ওয়ার্ডে লেখা গুলো লিখে দিলেন , এর বিনিময়ে আপনাকে সে কিছু টাকা দিলো । মুলত এটাই ফ্রীল্যান্সিং ।।

ফ্রীল্যান্সিং করতে কি কি শিখতে হবে

জি অবশ্যই আপনাকে শিখতে হবে ।। কি শিখবো কোথায় শিখবো এমন প্রশ্ন আমি প্রায়-ই শুনি ।। ফ্রীল্যান্সিং হাজারো রকমের কাজের ক্যাটাগরি আছে । আপনি আপনার পছন্দ মত যেকোন একটি শিখেই ফ্রীল্যান্সিং শুরু করতে পারেন ।। তবে ভালো মানের আয় করতে চাইলে অবশ্যই আপনাকে টপ ক্যাটাগরির কাজ যেমন ওয়েব ডেভোলোপমেন্ট , গাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন , এস সি ও এই ধরনের কাজ শিখতে হবে ।।

আপনি চাইলে ইন্টারনেট থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে এই কাজ গুলো শিখতে পারেন । তবে মনে রাখবেন ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা টা একটু কঠিন ।। সব চেয়ে ভালো হয় ফ্রীল্যান্সিং করেন এমন কোণ ব্যাক্তি বা প্রতিস্টান থেকে সংস্লিট বিষয়ের উপর ট্রেনিং নিলে ।। ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে ফ্রীল্যান্সিং করছেন এমন উদাহরন কিন্তু কম নয় ।।


কোথায় ফ্রীল্যান্সিং করবো

ফ্রীল্যান্সিং এর জন্য বিশ্বের টপ সাইট গুলো মধ্যে আছে ওডেস্ক https://upwork.com/ , ইল্যান্স https://elance.com , ফ্রীল্যান্সার https://freelancer.com । এছাড়াও আরো অনেক ফ্রীল্যান্সিং মার্কেট প্লেস সাইট আছে ।। আপনারা গুগলে সার্চ করলেই পাবেন ।

যেভাবে শুরু করবেন

আপনার পছন্দের যেকোন একটি মার্কেট প্লেস নির্বাচন করুন । মার্কেট প্লেস নির্বাচন করার সময় আপনি কি ধরনের কাজ করবেন , সেই কাজ গুলো কোন মার্কেট প্লেসে বেশি পাওয়া যায় সেই মার্কেট প্লেসে সাইন-আপ করুন ।। সাইন আপ করার পর আপনার ইমেল একটি ভেরিফিকেশন লিংক যাবে সেখান থেকে আপনার মেইল টি ভেরিফিকেশন করে নিন ।। এর পর সাইন ইন করে প্রয়োজনীয় তথ্য সংযোজন করে আপনার প্রফাইলটির পেশাদারিত্ব আনার চেষ্টা করুন । এই বিষয়ে ইউটিউবে সার্চ করে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নিলে প্রফাইল সাজানো আপনার জন্য সোজা হবে ।।

পোর্টফলিও সংযোজন

পোর্টফলিও এড করা কাজ পাওয়ার ক্ষেত্রে ভালো ভুমিকা রাখে ।। আপনার অতীত কাজের কিছু নমুনা পোর্টফলিও হিসেবে এড করুন ।। কাজের ছবি , যদি লিংক থাকে থাকলে লিংক দিতে পারেন , কখনো অন্যের কাজ করা কোন কিছু নিজের পোর্ট ফলিও হিসেবে এড করবেন না । তাতে হিতে বিপরীত হতে পারে ।।

বীড করা

কাজের জন্য যখন বিড করবেন তখন চেষ্টা করুন ক্লাইন্টের জব পোষ্ট ভালো ভাবে বুঝে তারপর বিড করবেন । ক্লাইন্ট যেভাবে বা যে কাজ করে নিতে চেয়েছে সেই কাজ গুলোতে আপনি ভালো সেই বিষয় টা কাভার লেটারে নিয়ে আসুন ।। আবেদন বা বিডিং এর সময় ইমেল এড্রেস বা স্কাইপি আই ডি দেওয়া উচিৎ নয় । তবে ক্লাইন্ট যদি চাই তাহলে দিতে পারেন । একটা কভার লেটার কপি করে আরেক টা কাজের জন্য বীড করা থেকে বিরত থাকুন ।।কাজের ক্ষেত্রে যদি কোন প্রকার হেল্প দরকার হয় , তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন , আমি চেষ্টা করবো নতুনদের পাশে থাকার ।। বুলবুল বিগবস ।।

==হেল্পস বিগবস থীম == বাংলাদেশে নতুন ফ্রীল্যান্সার তৈরিতে কাজ করে যাচ্ছে বিগবস থীম । সরকারী কোন প্রকার সহযোগিতা ছাড়াই , সম্পূর্ণ ব্যক্তি উদ্দেগ্যে বিগবস থিম বাংলাদেশের যুব সমাজ কে ফ্রীল্যান্সিং বিষয়ে ফ্রী ট্রেনিং , ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করছে ।। ভিডিও টিউটোরিয়াল ।।

উৎস

[১]

  1. http://bulbulbigboss.blogspot.com/2015/04/blog-post.html