মিথ্যে প্রেমের গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিথ্যে প্রেমের গান
প্রচারণা পোস্টার
পরিচালকপরমা নেওটিয়া
প্রযোজকপরমা নেওটিয়া
রচয়িতা
  • পরমা নেওটিয়া
  • কৌন ভাটিয়া
  • অরিত্র সেনগুপ্ত
চিত্রনাট্যকার
  • অরিত্র সেনগুপ্ত
  • কৌন ভাটিয়া
  • দেব প্রাঞ্জল
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকশৌমিক হালদার
সম্পাদকশুভ প্রামাণিক
প্রযোজনা
কোম্পানি
নিওস্টোরিজ প্রোডাকশন
মুক্তি
  • ১০ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-10)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

মিথ্যে প্রেমের গান হল ২০২৩ সালের একটি ভারতীয় বাংলা ভাষার মিউজিক্যাল প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। পরমা নেওটিয়া চলচ্চিত্রের চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করেছেন । ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী[১][২][৩][৪][৫]

পটভূমি[সম্পাদনা]

ছবিতে অভীক (অনির্বাণ ভট্টাচার্য) একটি পানশালায় গান গায়। নিজে গান লেখে এবং কখনও কখনও নামকরা সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। তবে সে স্বপ্নটাও ঠিক করে দেখতে পারে না। কারণ, জীবনের সব ক্ষেত্রেই সে ভয় পায়। যেমন ভালবাসাকেও পায়। তাই তাঁর ভালবাসার মানুষ অন্বেষা (ইশা সাহা) যখন নিজে থেকে এসে প্রেম নিবেদন করে, তখন তাকেও সে দূরে সরিয়ে দেয়। সবটাই ভয় থেকে। এ দিকে, অন্বেষাও বেশ বিভ্রান্ত। সে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর মেয়ে। যার অন্যতম সেরা শিষ্য আদিত্য (অর্জুন চক্রবর্তী) অন্বেষাকে ভালবাসে।[৬]

অভিনয়শিল্পী[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে ও রণজয় ভট্টাচার্য । গানটির কথা লিখেছেন অরিত্র সেনগুপ্ত। সাউন্ডট্র্যাকের প্রধান কণ্ঠশিল্পী ছিলেন ঈশান মিত্র

ট্র্যাক তালিকা
না. শিরোনাম সঙ্গীত গায়ক দৈর্ঘ্য
১. "একবার তাকাও ফিরে" কুন্তল দে ঈশান মিত্র ৩:৩৯
২. "মিথিয়ে প্রেমের গান (টাইটেল ট্র্যাক)" কুন্তল দে ঈশান মিত্র ৩:৩৭
৩. "জানে হৃদয়" কুন্তল দে ঈশান মিত্র ৩:০৮
৪. "অচেনা করোর বুকে" রণজয় ভট্টাচার্য ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য , মেখলা দাশগুপ্ত ৩:৫৬
৫. "নিরবতায় ছিল" রণজয় ভট্টাচার্য ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য ২:৫৫
৬. "ফিরে পেতে চাই" ঈশান মিত্র ৩:২৬
৭. "তোমাকে খুজে পাই" ঈশান মিত্র ৩:৪৫
৮. "তুমি ছিলে না আমার" ঈশান মিত্র ৩:৪০
৯. "মন এই দেশ এ তে ঠকন্না" ঈশান মিত্র, মধুবন্তী বাগচী ৩:১৩
১০. "গুরু দোহাই তোমার" অর্কদীপ মিশ্র ঈশান মিত্র, অর্কদীপ মিশ্র ২:৫২
১১. "তোদে বিন সখি" রণজয় ভট্টাচার্য রণজয় ভট্টাচার্য , অম্বরীশ দাস ৪:১৯
১২. "জানে হৃদয় রিপ্রাইজ" কুন্তল দে অনির্বাণ ভট্টাচার্য ৩:১৯
মোট দৈর্ঘ্য: ৪১:৫৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ananda, A. B. P. (২০২৩-০১-২১)। "ইশার হাতে হাত রেখে অনির্বাণ, 'মিথ্যে প্রেমের গান'-এর মিউজিক রিলিজ হল ভালবাসায়-বন্ধুত্বে"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  2. "ইশার চোখে চোখ রেখে 'মিথ্যে প্রেমের গান' অনির্বাণের, হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ"Hindustantimes Bangla। ২০২৩-০১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  3. "ভালবাসার অনেক স্মৃতি ফিরিয়ে দেবে অনির্বাণ-ইশা-অর্জুনের 'মিথ্যে প্রেমের গান', পড়ুন রিভিউ"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  4. Bharat, E. T. V. (২০২৩-০১-২১)। "Mitthye Premer Gaan Song Launch: মুক্তি পেল 'মিথ্যে প্রেমের গান'-এর মিউজিক, কালো পোশাকে মোহময়ী ঈশা থেকে অনুষা"ETV Bharat News। ২০২৪-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  5. "একই ছবিতে অর্জুন-ইশা-অনির্বাণ, শহরের বাতাসে ভাসবে 'মিথ্যে প্রেমের গান'"News18 বাংলা। ২০২৩-০১-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 
  6. বিশ্বাস, পৃথা। "কেমন হল পরমা নেওটিয়ার প্রথম ছবি 'মিথ্যে প্রেমের গান', পড়ে নিন আনন্দবাজার অনলাইনে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]