বিষয়বস্তুতে চলুন

আলাপ:মুক্ত সফটওয়্যার আন্দোলন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৩ বছর পূর্বে "লেখা" অনুচ্ছেদে

লেখা[সম্পাদনা]

কোনো পত্রিকা বা ব্লগ থেকে কপি পেস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে, অন্তত এই অংশটি। --রাগিব (আলাপ | অবদান) ১৪:৫২, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

রাগিব ভাই আমি এখন কন্টেনেটে চোখ বলাই নি, যিনি লিখেছেন, তিনি আমার জানা মতে কোনো ব্লগ থেকে কপি পেষ্ট করেননি, তিনি আমাদের পশিমবংএর মুক্ত সফটওয়্যার আন্দোলনের সংএ যুক্ত- --জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:৫৭, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
হু লেখাটা বিশ্বকোষিয় ধারায় হয়নি,ব্লগের মতো হয়েছে। লেখক কে আমি ফোন করে জানলাম উনি মুক্ত সফটওয়্যার আন্দোলনের দর্শন নিয়ে লিখতে চাইছেন। ওনাকে একটু সাহায্য করেতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:০৭, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তাহলে ঠিক আছে। --রাগিব (আলাপ | অবদান) ১৫:২৮, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বর্তমান সংস্করণটি দেখতে পারেন। ফ্রি সফটওয়্যার আন্দোলনের সাথে সংযুক্ত বর্তমানে এমন কাওকে দেখতে পাচ্ছিনা। এ সম্পর্কিত বেশ অনেক প্রবন্ধ রয়েছে, যেগুলোর মানোন্নয়ন ও সম্প্রসারন প্রয়োজন। --কবির নাঈম ১২:২৫, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)