আলাপ:মুক্ত সফটওয়্যার আন্দোলন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোনো পত্রিকা বা ব্লগ থেকে কপি পেস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে, অন্তত এই অংশটি। --রাগিব (আলাপ | অবদান) ১৪:৫২, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

রাগিব ভাই আমি এখন কন্টেনেটে চোখ বলাই নি, যিনি লিখেছেন, তিনি আমার জানা মতে কোনো ব্লগ থেকে কপি পেষ্ট করেননি, তিনি আমাদের পশিমবংএর মুক্ত সফটওয়্যার আন্দোলনের সংএ যুক্ত- --জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:৫৭, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
হু লেখাটা বিশ্বকোষিয় ধারায় হয়নি,ব্লগের মতো হয়েছে। লেখক কে আমি ফোন করে জানলাম উনি মুক্ত সফটওয়্যার আন্দোলনের দর্শন নিয়ে লিখতে চাইছেন। ওনাকে একটু সাহায্য করেতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:০৭, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে ঠিক আছে। --রাগিব (আলাপ | অবদান) ১৫:২৮, ২০ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
বর্তমান সংস্করণটি দেখতে পারেন। ফ্রি সফটওয়্যার আন্দোলনের সাথে সংযুক্ত বর্তমানে এমন কাওকে দেখতে পাচ্ছিনা। এ সম্পর্কিত বেশ অনেক প্রবন্ধ রয়েছে, যেগুলোর মানোন্নয়ন ও সম্প্রসারন প্রয়োজন। --কবির নাঈম ১২:২৫, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)