বিষয়বস্তুতে চলুন

ষষ্ঠ ক্রুসেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ষষ্ঠ ক্রুসেড
মূল যুদ্ধ: ক্রুসেড

দ্বিতীয় ফ্রেডরিক (বামে) কামিলের (ডানে) সাথে সাক্ষাৎ করছেন
তারিখ১২২৮ - ১২২৯
অবস্থান
ফলাফল দ্বিতীয় ফ্রেডরিকের কাছে জেরুজালেমের শান্তিপূর্ণ আত্মসমর্পণ। পবিত্র রোমান সাম্রাজ্য এবং ক্রুসেডার রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর উত্তেজনার সূচনা।
দ্রষ্টব্য: জেরুজালেম পরে খোয়ারেজম তুর্কিদের দ্বারা দখল করা হয়েছিল।
অধিকৃত
এলাকার
পরিবর্তন
জেরুসালেম, নাজারেথ, সিদন, জাফফা, ও বেথলেহেম ক্রুসেডারদের কাছে ত্যাগ করে মুসলমানরা টেম্পল মাউন্ট ধরে রেখেছে।
বিবাদমান পক্ষ

পবিত্র রোম সাম্রাজ্য এবং মিত্রপক্ষ

Crusader States and Saracen

সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
Frederick II
Hermann von Salza
Henry I
John of Ibelin
প্রথম কামিল

ষষ্ঠ ক্রুসেড ১২২৮ সালে জেরুসালেম পুনরায় অধিকারের উদ্দেশ্যে শুরু হয়। পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার মাত্র ৭ বছর পরে এটি শুরু হয়েছিল। এই ক্রুসেড শেষে জেরুসালেম খ্রিস্টান শক্তির অধীনে আসে।