ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টসপার্ক

স্থানাঙ্ক: ৩৩°৪৬′১৭″ দক্ষিণ ১৫০°৫১′১৩″ পূর্ব / ৩৩.৭৭১৩৯° দক্ষিণ ১৫০.৮৫৩৬১° পূর্ব / -33.77139; 150.85361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Blacktown Olympic Park থেকে পুনর্নির্দেশিত)
ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টপার্ক
মানচিত্র
অবস্থানসিডনি, অস্ট্রেলিয়া
পরিচালকব্ল্যাকটাউন ভেন্যু ম্যানেজমেন্ট লিঃ
উদ্বোধন১৯৯৯

ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টসপার্ক সিডনি'র উপকণ্ঠে রুটি হিল এলাকায় অবস্থিত একটি বহু ক্রীড়া উপযোগী স্টেডিয়াম। এ স্টেডিয়ামে দু'টি ক্রিকেট মাঠ রয়েছে। এছাড়াও অস্ট্রেলীয় রুলস ফুটবল, অ্যাথলেটিক্স ট্র্যাক এন্ড ফিল্ড, সফ্টবলবেসবল খেলা আয়োজন করা হয়। পূর্বে এ স্টেডিয়ামটি ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক নামে পরিচিত ছিল।

২০০০ সালে অনুষ্ঠিত সিডনি অলিম্পিকে সফ্টবল ও বেসবল খেলা আয়োজনের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।[১] ২০১০ থেকে ২০১২ সালের মধ্যবর্তী সময়কালে প্রশিক্ষণ ও প্রশাসনসংক্রান্ত কাজে ব্যবহার করা হয়।

প্রস্তাবিত পরিকল্পনা[সম্পাদনা]

২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপে আবেদনকারী স্বাগতিক দেশের অংশ হিসেবে ফুটবল খেলা আয়োজনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার আবেদন গ্রহণ করার লক্ষ্যে অ্যাথলেটিক্স ট্র্যাককে ফুটবল স্টেডিয়ামে উন্নীত করা হয় ও স্টেডিয়ামের নামকরণ করা হয় ব্ল্যাকটাউন স্টেডিয়াম। এর দর্শক ধারণ ক্ষমতা ৪১,০০০। প্রতিযোগিতার পরবর্তীকালে ২৬,০০০ দর্শকে নেমে আনার পরিকল্পনা করা হয়।[২]

২০১৪ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স কর্তৃপক্ষ প্রশিক্ষণ ঘাঁটি, দপ্তর ও যুব একাডেমি এখানে গড়ে তোলে। কয়েক মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটিতে চিকিৎসা কেন্দ্রও রয়েছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 2000 Summer Olympics official report. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০০০ তারিখে Volume 1. p. 370.
  2. Blacktown Stadium - Sydney
  3. "Western Sydney Wanderers set to confirm $18 million centre of excellence in Blacktown"। smh.com.au। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]