উভয়ৌষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bilabial থেকে পুনর্নির্দেশিত)
আমরা জানি ব্যন্জনধ্বনি উচ্চারণ করতে হলে ঠোঁট স্পর্শ করতে হয়ে। ছবিতে যেহেতু ঠোঁট স্পর্শ করা দেখা যাচ্ছে সেহেতু এখানে ব্যন্জনধ্বনি উচ্চারণ করা হয়েছে। যেমনঃ- পানি, ভূমি , মাটি, বছর ইত্যাদি।

যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে উভয়ৌষ্ঠ্য বা বিশুদ্ধ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বাংলা ভাষার "প", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ উভয়ৌষ্ঠ্য বলা হয়।