৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
অবয়ব
৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৬ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৪ এপ্রিল ২০১৮ | |||
প্রদান | ৮ জুলাই ২০১৮ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | ববিতা ও ফারুক | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | অজ্ঞাতনামা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | চঞ্চল চৌধুরী আয়নাবাজি | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার অস্তিত্ব ও শঙ্খচিল | |||
সর্বাধিক পুরস্কার | আয়নাবাজি (৭) | |||
|
৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৮ সালের ৪ এপ্রিল 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬' ঘোষণা করা হয়।[১] এই বছর ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এই বছর সর্বোচ্চ ৭টি পুরস্কার পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’। আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেতা ফারুক এবং অভিনেত্রী ববিতা।
৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।[২] অনুষ্ঠানে উপস্থাপনা করেন অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা ফেরদৌস।
বিজয়ীদের তালিকা
[সম্পাদনা]মেধা পুরস্কার
[সম্পাদনা]পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর | অজ্ঞাতনামা |
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | এস এম কামরুল আহসান | ঘ্রাণ |
শ্রেষ্ঠ পরিচালক | অমিতাভ রেজা চৌধুরী | আয়নাবাজি |
শ্রেষ্ঠ অভিনেতা | চঞ্চল চৌধুরী | আয়নাবাজি |
শ্রেষ্ঠ অভিনেত্রী | নুসরাত ইমরোজ তিশা কুসুম শিকদার |
অস্তিত্ব শঙ্খচিল |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | আলীরাজ ফজলুর রহমান বাবু |
পুড়ে যায় মন মেয়েটি এখন কোথায় যাবে |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | তানিয়া আহমেদ | কৃষ্ণপক্ষ |
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | শহীদুজ্জামান সেলিম | অজ্ঞাতনামা |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | আনুম রহমান খান (সাঁজবাতি) | শঙ্খচিল |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ইমন সাহা | মেয়েটি এখন কোথায় যাবে |
শ্রেষ্ঠ সুরকার | ইমন সাহা | মেয়েটি এখন কোথায় যাবে (গানঃ "বিধিরে ও বিধি বিধি") |
শ্রেষ্ঠ গীতিকার | গাজী মাজহারুল আনোয়ার | মেয়েটি এখন কোথায় যাবে (গানঃ "বিধিরে ও বিধি বিধি") |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | মোহাম্মদ হাবিব | নিয়তি |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | ওয়াকিল আহাদ | দর্পণ বিসর্জন (গানঃ "অমৃত মেঘের বারি") |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | মেহের আফরোজ শাওন | কৃষ্ণপক্ষ (গানঃ "যদি মন কাঁদে তুমি চলে এসো") |
কারিগরী পুরস্কার
[সম্পাদনা]বিশেষ পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ অনুষ্ঠিত"। দৈনিক ইত্তেফাক। ৯ জুলাই ২০১৮। ২৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮।