২০০২ ভারতীয় তাপপ্রবাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০০২ সালে দক্ষিণ ভারতে তাপে ১,০৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।[১]মৃতদের অধিকাংশই দরিদ্র ও বয়স্ক এবং বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণের অন্ধ্র প্রদেশে। যে জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল, তাপ এতটাই তীব্র ছিল যে পুকুর এবং নদীগুলি বাষ্পীভূত হয়েছিল এবং একই জেলাগুলিতে পাখিরা আকাশ থেকে পড়ে গিয়েছিল এবং প্রাণীরা তীব্র তাপ থেকে ভেঙে পড়ছিল।[২] কর্মকর্তারা এটিকে চার বছরের মধ্যে সবচেয়ে খারাপ তাপপ্রবাহ বলে জানিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Heat wave in India kills 1,000 people this week"CBC News। ২০০২-০৫-২২। 
  2. Hyderabad (মে ২৩, ২০০২)। "India's Heatwave Toll 1,200, No Respite In Site"TerraDaily। সংগ্রহের তারিখ নভেম্বর ২১, ২০১৫ 

টেমপ্লেট:List of heat waves

টেমপ্লেট:Disaster-stub টেমপ্লেট:India-hist-stub