হ্যারল্ড গার্ডেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার হ্যারল্ড এডওয়ার্ড গার্ডেন (২৮ জুন ১৯০৩ - ২৭ এপ্রিল ১৯৮৯) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ ছিলেন।

গার্ডেন ১৯৪৬ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন, সেলি ওকের ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন।

১৯৫৫ সালের মে থেকে ১৯৭৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি বার্মিংহাম সেলি ওকের সংসদ সদস্য ছিলেন, তিনি লেবার এর টমাস লিটারিকের কাছে আসনটি হারানোর আগে।

তিনি ১৯৮৩ সালে জন্মদিনের সম্মানে নাইট উপাধি লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]