হাফ মুন বে রিভিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাফ মুন বে রিভিউ
ধরনসংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
সম্পাদকক্লে ল্যামবার্ট
প্রতিষ্ঠাকাল১৮৯৮
সদর দপ্তর৭১৪ কেলি অ্যাভিনিউ, হাফ মুন বে, ক্যালিফোর্নিয়া, ৯৪০১৯
প্রচলন৪৫০০
ওয়েবসাইটhmbreview.com

হাফ মুন বে রিভিউ একটি আমেরিকান অনলাইন নিউজ সোর্স এবং ব্রডশিট পত্রিকা যা ১৮৯৮ সাল থেকে প্যাসিফিকা থেকে সান্তা ক্রুজ কাউন্টি লাইনে ক্যালিফোর্নিয়ার সান মাতিও কাউন্টির উপকূলীয় অঞ্চলে পরিবেশিত হয়ে আসছে। এটি প্রতি বুধবার সকালে প্রকাশিত হয় এবং মেইলের মাধ্যমে এবং উপকূলবর্তী বাড়িগুলিতে এবং ব্যবসা কেন্দ্রগুলিতে বিলি করা হয়।

দ্য রিভিউ কোস্টসাইড নিউজ গ্রুপ ইনক -এর মালিকানাধীন। [১] উইক কমিউনিকেশনস ১৯৮৬ সালে হাফ মুন বে রিভিউ কিনেছিল। [২] তারা সেপ্টেম্বর ২০১৭ সালে পত্রিকাটি বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছিল। সম্প্রদায়ের একদল সদস্য, নিজেদেরকে কোস্টসাইড নিউজ গ্রুপের বলে দাবী করে বলছে, ফেব্রুয়ারি ২০১৮ সালে উইকের কাছ থেকে পত্রিকাটি কেনার একটি চুক্তি করে,[৩] এবং জুন ২০১৮ সালে এই কেনাকাটা সম্পন্ন হয়েছিল। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]