স্যার জন হে, ৬ষ্ঠ ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন হে, স্মিথফিল্ড এবং হেইস্টউনের ৬ষ্ঠ ব্যারোনেট এফআরএসই এফএসএ (৩ আগস্ট ১৭৮৮ - ১ নভেম্বর ১৮৩৮) একজন ব্রিটিশ ব্যারোনেট এবং রাজনীতিবিদ ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি একজন অ্যাডভোকেট হিসেবে প্রশিক্ষণ নেন এবং ১৮১১ সালে স্কটিশ বার পাস করেন। ১৮২০ সালে তিনি এডিনবার্গের রয়্যাল সোসাইটির একজন ফেলো নির্বাচিত হন তার প্রস্তাবক ছিলেন জর্জ ফোর্বস।[১]

তিনি ১৮৩১ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত পিবলেশায়ারের সংসদ সদস্য হিসেবে বসেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (পিডিএফ)। The Royal Society of Edinburgh। জুলাই ২০০৬। আইএসবিএন 0-902-198-84-X। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৪ 
  2. Fisher, David R.। "HAY, Sir John, 6th bt. (1788-1838)."www.historyofparliamentonline.orgHistory of Parliament Online। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]