স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(স্বরাষ্ট্র মন্ত্রক (পশ্চিমবঙ্গ) থেকে পুনর্নির্দেশিত)
স্বরাষ্ট্র মন্ত্রক
মন্ত্রক রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরমহাকরণ, কলকাতা
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
ওয়েবসাইটhome.wb.gov.in

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মন্ত্রক।[১] এই দপ্তর পশ্চিমবঙ্গ জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর প্রশাসন ও অসামরিক-সামরিক যোগাযোগ, সামরিক কর্মচারীদের কল্যাণ, আরআইএমসি ভর্তি পরীক্ষা, আরআইএমসি/এনডিএ ক্যাডেটদের বৃত্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের পেনসন, আঞ্চলিক বাহিনীর স্বেচ্ছাসেবক-সদস্যদের সুযোগসুবিধা প্রদান এবং শৌর্য ও বিশেষ সেবামূলক পুরস্কার প্রদানের দায়িত্ব পালন করে।[১]

মন্ত্রকীয় দল[সম্পাদনা]

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের মন্ত্রকীয় দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। তাকে সাহায্য করার জন্য একজন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, যদিও স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর পদটি বাধ্যতামূলক নয়। মন্ত্রীর কার্যালয় ও পরিচালনার কাজে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের (সিভিল সারভেন্ট) নিয়োগ করা হয়।[১]

পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের দপ্তর মুখ্যমন্ত্রীও বটে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]